TRENDING:

Jalpaiguri-Mal tourist guide training: পর্যটনের বিকাশে সামিল হবে নবীনরা! টুরিস্ট গাইডের প্রশিক্ষণ পেয়ে আয়ের দিশা

Last Updated:

মাল শহরের শিবোহম বালাজি মন্দির থেকে শুরু করে মাল উদ্যান, সবই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি: বর্তমান সমাজে বেকারত্বের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে! এদিকে বেড়ে চলেছে বিভিন্ন অফবিট (offbeat) ঘোরার জায়গা। এবার সবাই বলবে, এই ঘোরার সঙ্গে আয়ের কী সম্পর্ক? অবশ্যই সম্পর্ক রয়েছে। অনেকেই আছেন যাঁরা হয়তো প্রথম পাহাড়ে এসে অনেকটাই ভ্যাবাচ্যাকা খেয়ে যান! কোথায় যাব, কীভাবে যাব, ভালো খাবারই বা কোথায়? এসবের উত্তর এক ঝলকে দিতেই তৈরি হচ্ছেন যুবক-যুবতীরা। এর ফলে যেমন পর্যটকরা পেয়ে যাবেন সঙ্গী, তেমনই আয়ের পথে হাঁটা শুরু করবে নবীন প্রজন্ম।
চা বাগান থেকে সুন্দর পাহাড়ি পথ, পথ দেখাবে টুরিস্ট গাইড
চা বাগান থেকে সুন্দর পাহাড়ি পথ, পথ দেখাবে টুরিস্ট গাইড
advertisement

ডুয়ার্স থেকে পাহাড়! লাটাগুড়ি, কুমাই, গরুমারা, ধূপঝোড়া ছাড়াও বহু এমন জায়গা রয়েছে যেখানে বাইরে থেকে মানুষ ঘুরতে আসেন। তাঁদের ঘোরানোর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত টুরিস্ট গাইডের (Tourist Guide) অভাব রয়েছে ডুয়ার্সে (Dooars)। এমনকি পাহাড়েও। এবার এই যুবদের প্রশিক্ষণ দিতে উদ্যোগী হয়েছে মাল পুরসভা। স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির (State Urban Development Agency) নির্দেশে, এই প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে মাল পুরসভা। অনলাইনের (Online) পাশাপাশি মিলবে অফলাইনে (Offline) প্রশিক্ষণ। জানা গিয়েছে, আপাতত ৩০ জনকে এই গাইডের (Guide) প্রশিক্ষণ দেওয়া যাবে।

advertisement

এদিন, পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য সমর কুমার দাস বলেন, "ডুয়ার্সের অন্যতম গুরুত্বপূর্ণ শহর মালবাজার। এই শহরকে কেন্দ্রবিন্দু করে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় দূরদূরান্ত থেকে আসা মানুষ। আমরা ওয়ার্ডভিত্তিক আগ্রহী যুবক যুবতীদের নাম চেয়ে পাঠিয়েছি। টুরিস্ট গাইডের (Tourist Guide) প্রশিক্ষণে আগ্রহীদের নামের তালিকা বানিয়ে প্রশিক্ষণ শুরু হবে। অনলাইন এবং অফলাইন (Online and offline) এই দুই মাধ্যমেই চলবে প্রশিক্ষণ।"

advertisement

মাল শহরের শিবোহম বালাজি মন্দির থেকে শুরু করে মাল উদ্যান, সবই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সুসজ্জিত মন্দির এবং বনাঞ্চল ও পাহাড় দিয়ে ঘেরা এই শহর, এখন নতুন আশার আলো দেখাচ্ছে পর্যটনের ক্ষেত্রে। পুরসভার সহকারী প্রকল্পের আধিকারিক হরিপদ দত্ত জানিয়েছেন, ডুয়ার্সের এই গুরুত্বপূর্ণ শহরকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত ৩০ জনকে এই প্রশিক্ষণ দেওয়া হলেও, সেই সংখ্যা আগামীতে বৃদ্ধি পাবে।

advertisement

মালবাজার পর্যটক আবাস এককালে বিখ্যাত ছিল। তবে এখন রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে সেই আবাস। তবে সেটাকেও সঠিকভাবে পরিণত করে ফের পর্যটকদের ফেরাতে উদ্যোগী হয়েছে পুরসভা। মাল টুরিজম অর্গানাইজেশনের (Mal Tourism Organization) তরফে দীপশঙ্কর চট্টোপাধ্যায় বলেন, "আমরা চাই মাল শহরে পর্যটকরা আসুক। আশেপাশে প্রচুর ঘোরার জায়গা রয়েছে। গাইডরা খুব সুন্দরভাবে সবাইকে বোঝাবেন। এভাবে যুবদেরও আয় হবে, পর্যটকরাও খুব সহজেই নিজেদের ছুটি উপভোগ করতে পারবেন।"

advertisement

Vaskar Chakraborty

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri-Mal tourist guide training: পর্যটনের বিকাশে সামিল হবে নবীনরা! টুরিস্ট গাইডের প্রশিক্ষণ পেয়ে আয়ের দিশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল