মঙ্গলবার থেকে জলপাইগুড়ি শহরের ফণীন্দ্র দেব বিদ্যালয়ের সামনে নেতাজির ছবি সামান্য দামে বিক্রি শুরু হয়েছে। এ যেন নেতাজিকে নতুন প্রজন্মের সামনে পরিচিত করে তোলার চেষ্টা। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ছোট ছোট ছেলেমেয়েদের হাতে নেতাজির ছবি তুলে দেওয়া হচ্ছে। এমন এক খুদে স্কুল পড়ুয়াকে পাওয়া গেল যাকে মা নেতাজির ছবি কিনে দিয়েছে। কিন্তু সে এর আগে সুভাষচন্দ্রের জীবনী বা বীরত্বের কাহিনী শোনেনি। ফলে হঠাৎ সুভাষচন্দ্রের ছবি পেয়ে ওই শিশু বেশ কৌতুহলী হয়ে ওঠে।
advertisement
আরও পড়ুন: দার্জিলিং পাহাড়ের পানীয় জলের সমস্যা মিটতে চলেছে
নেতাজি সুভাষচন্দ্র বসুর বিভিন্ন কাহিনী শোনার পর তার কাছে ওই ছবিটা ভগবানের ফটোয় পরিণত হয়েছে। এমনই নানান উদ্দেশ্যে জলপাইগুড়িজুড়ে রমরম করে বিক্রি হচ্ছে সুভাষচন্দ্র বসুর ফটো। অনেকেই আবার ২৩ জানুয়ারি জাতীয় পতাকা উত্তোলনের সময় মাল্যদান করার জন্য সুভাষচন্দ্র বসুর বড় বড় ফটো কিনে নিয়ে যাচ্ছেন। এই বিক্রিবাটায় বেশ খুশি ব্যবসায়ীরা।
সুরজিৎ দে