ঘটনা প্রসঙ্গে বেলাকোবা সার্কেলের রেঞ্জার সঞ্জয় দত্ত জানিয়েছেন, গভীর রাতে কুড়িটির মত হাতি বৈকুণ্ঠপুর জঙ্গলে আসে। বর্তমানে হাতির দলটি বন দফতরের জলপাইগুড়ি ওয়াইল্ড লাইফ ডিভিশনের এলাকায় রয়েছে। বন দফতর চারিদিক থেকে জংলী হাতির এই দলটির গতিবিধির ওপর নজর রেখে চলেছে।
advertisement
আরও পড়ুনঃ সদ্য তৈরী মার্কেটের এ কি অবস্থা! যেন অঘোষিত সার্বজনীন শৌচালয়!
উল্লেখ্য, গত বছর এমন সময়েই দুটি জংলী হাতি দীর্ঘ পথ চলে জলপাইগুড়ি শহরের মধ্যে পৌঁছে গিয়েছিলো এবং প্রায় কুড়ি ঘন্টার চেষ্টায় গভীর রাতে বন দপ্তরের করা অভিযানের ফলে সেই হাতি দুটি শহর ছেড়ে গিয়েছিলো, এবারেও শহর থেকে সামান্য দূরে এত গুলো জংলী হাতির অবস্থান স্বাভাবিক ভাবেই জলপাইগুড়ি শহরবাসির মনে এক বছর আগের স্মৃতি কে তাজা করে দিয়েছে।
আরও পড়ুনঃ বিপন্ন বাস্তুতন্ত্র! জৌলুস হারাচ্ছে গোঁসাইরহাটের পাখিরালয়
স্থানীয় মানুষরা জানান প্রতিবছর হাতি আসে আমাদের প্রায় বহু ধান ক্ষেত নষ্ট করে দিয়ে যায় হাতি এবং আমরা আতঙ্কিত এই হাতি প্রতি বছরই কেন্দ্র করে যদি বনদফতর এই বিষয়ে দেখে তাহলে আমাদের ধানক্ষেত নষ্ট হয় না।
Surajit Dey