খবর দেওয়া হয় বন দফতরের খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা এসে খাঁচা সমেত লেপার্ডটিয়ে নিয়ে যায়।উল্লেখ্য,সন্ধ্যার পরেই চা বাগান থেকে শ্রমিক মহল্লায় ঢুকে পড়ছিল লেপার্ড। নিয়ে যাচ্ছিল ছাগল, কুকুর। আতঙ্কে লোকজন বাড়ির বাইরে বের হচ্ছিল না।
আরও পড়ুন Purba Medinipur News: কোথায় গেল সেই ইলিশ? নেই গন্ধ-স্বাদ! কারণ শুনলে আঁতকে উঠবেন
advertisement
বাগান কর্তৃপক্ষের তরফে লেপার্ড ধরতে বনদফতরের কাছে খাঁচা বসানোর আবেদন জানানো হয়।২৪ জুলাই বাগানের ফাইভ বি সেকশনে ওই খাঁচা বসানো হয়। সাত দিন পর ওই খাঁচায় খাঁচা বন্দি হয় লেপার্ড। অবশেষে লেপার্ড খাঁচা বন্দি হওয়ায় আতঙ্ক মুক্ত হল চা বাগানের শ্রমিকসহ স্থানীয় বাসিন্দারা।
খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে বলেন, এটি একটি পূর্ণবয়স্ক পুরুষ লেপার্ড। এটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
August 01, 2023 1:33 PM IST