পদত্যাগের কারণ হিসেবে শিক্ষিকা জানিয়েছেন, একটি মেয়াদ উত্তীর্ণ লিস্টে নাম থেকে তিনি চাকরি পেয়েছেন। আর এই কারণেই তিনি পদত্যাগ করলেন। পাশাপাশি আরও একটি তথ্য উঠে আসছে যেখানে ওই শিক্ষিকা দাবি করেছেন শুধুমাত্র তিনি নয় এরকম ১৮৪ জন রয়েছে এরকম মেয়াদ উত্তীর্ণ তালিকা থেকে চাকরি পাওয়া।
তবে শিক্ষিকার এইভাবে পদত্যাগ করায় হতবাক গোটা স্কুল। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দাবি ,আদালতের সময়সীমা ছিল নয় নভেম্বর তার আগে আজ ৭ ই নভেম্বর স্কুলের এক শিক্ষিকা এসে পদত্যাগ পত্র জমা দেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা খুব দ্রুত শূন্যপদ পূরণ করার দাবি করেছেন। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরেই কড়া পদক্ষেপের হাত থেকে বাঁচতেই এই পদত্যাগ কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন!
advertisement
সুরজিৎ দে
Location :
First Published :
November 08, 2022 4:17 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: স্বেচ্ছায় চাকরি থেকে পদত্যাগ করলেন শিক্ষিকা! সামনে এলো নিয়োগ দুর্নীতির নয়া তথ্য!