যদিও সম্প্রতি এই বিষয়টি নিয়ে আদালতে একটি মামলা হওয়ায় চিন্তিত ডুয়ার্সের বিভিন্ন পুজো কমিটির সদস্যরা। বিষয়টি নিয়ে জলপাইগুড়ির জেলাশাসকের দপ্তরে এসে বিক্ষোভ দেখান তারা।ডুয়ার্সের মেটেলি থানা এলাকার পুজো কমিটির সদস্যদের দাবি, তাদের ৩৯টি পুজো কমিটিকে সরকারি ঘোষিত দুর্গা পুজোর অনুদানের টাকা শীঘ্রই দেওয়া হোক। তাহলে অনেক উপকৃত হবেন তারা। এক উদ্যোক্তা এদিন জানালেন, এ বছর করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে। তাই পুজোর জোগাড় ভালোভাবেই করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থায় ক্ষোভ স্থানীয়দের
কিন্তু দেখা যাচ্ছে, আমরা যতটা সুন্দরভাবে এই টাকা হাতে পাবো আশা করেছিলাম, সেটা আমরা পাচ্ছি না। এদিকে এবছর দুর্গোৎসব এগিয়ে আনা হয়েছে। এতে আমরা আরো সমস্যায় পড়েছি। যে কোনো প্রস্তুতির জন্যই বাজেট দরকার। আমরা ভালো ভাবে এখন প্রস্তুতি নিতে পারছি না। যার জেরে সমস্যায় মধ্যে পড়তে হচ্ছে। এদিন জলপাইগুড়ি অফিস পাড়াতে ডি এম অফিসের চত্ত্বরে তারা দীর্ঘ সময় অবস্থান করেন। বিক্ষোভ করতে থাকেন।
আরও পড়ুনঃ একই দিনে উদ্ধার চারটি সাপ! তুলে দেওয়া হল বনদফতরের হাতে
এক উদ্যোক্তা বলেন, আমরা কেউ টাকা পাইনি এখনো। জেলাশাসকের মাধ্যমে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। এদিকে, এ বছর পুজোর আয়োজন করে সমস্যার মধ্যে পড়েছি। তাই যত দ্রুত সম্ভব আমরা আমাদের প্রাপ্য চাই। সম্পুর্ণ বিষয়টি একটা অনিশ্চয়তার মধ্যে। পুজোর আয়োজন কতটা কি করব, কিভাবে করব বুঝে উঠছি না। অন্যদিকে, একাংশের দাবি, পুজোর জন্য বিভিন্ন পুজো কমিটিকে সরকার অনুদান দেবে, এই কথা জেনে অনেক মানুষ চাঁদা দেওয়ার ক্ষেত্রে কার্পন্য করছেন।
Geetashree Mukherjee