এমন অভিনব কাণ্ড যিনি বিগত এক দশকের বেশি সময় ধরে ঘটিয়ে এসেছেন তিনি হলেন, রাজ্য সরকারের আবগারি দফতরের প্রাক্তন কর্মী এবং শখের কৃষক প্রণব রায়। এই পরিকল্পনা প্রসঙ্গে প্রণব বাবু বলেন, পালং শাক সহ অন্যান্য সবজি যে গুলো মূলত শারদীয়া উৎসবের পরেই বাজারে আমদানি হয় সেই ফসল গুলোকেই আমি চেয়েছিলাম সময়ের আগেই মানুষের পাতে তুলে দিতে। সেই থেকেই চেষ্টা শুরু।
advertisement
আরও পড়ুন- ‘কোনও টাকাই ধার নিইনি’, ২৫ কোটির গুজব রটতেই মুখ খুলে সাফ জানালেন সামান্থা
আরও পড়ুন- আর একটু হলেই বেরিয়ে আসত…বন্ধু এসে উদ্ধার করল দিশাকে, তারপর যা হল…
এরপর ইন্টারনেট এর ব্যবহারকে কাজে লাগিয়ে বিভিন্ন কৃষি কাজ সম্পর্কিত ওয়েব সাইট ঘেঁটে দেখেছি এই পলি হাউস গড়ে এমনভাবে চাষ করা যায়। উত্তরবঙ্গের বর্ষায় এমন ফসল বিনা আচ্ছাদনে জমিতে ফলানো সম্ভব নয়। সেই থেকেই করে আসছি পলি হাউস পদ্ধতি অনুসরণ করে অসময়ের ফসল চাষ। কৃষি কাজ আমার শখ। বেশ ভাল লাগে।
সুরজিৎ দে





