গোপন সূত্রে খবর পেয়ে, বন দফতর অভিযান চালায়। কাঠগুলির ওপরে ফলের ঝুড়ি রেখে বন কর্মীদের চোখে ধুলো দেওয়ার পাচারের ছক কষেছিল পাচারকারীরা। বন কর্মীদের আসতে দেখেই তাঁরা চম্পট দেয়। চালসা রেঞ্জ গাড়িটিকে বাজেয়াপ্ত করে নিয়ে যায়।
আরও পড়ুন:
চালসার রেঞ্জার প্রকাশ থাপা বলেন, এই কাজ যারা করছেন তাঁদের চিহ্নিত করে কাউকে ছাড়া হবে না। অবৈধ কাঠ পাচার বিরোধী অভিযান অব্যাহত থাকবে।যদি বনাঞ্চল না থাকে তাহলে মানুষেরও বেঁচে থাকতে অসুবিধার সম্মুখীন হবে তাই চোরা কাঠ পাচার গ্রেফতার করবে বনদফতর।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
June 02, 2023 10:13 PM IST