TRENDING:

Jalpaiguri News: মাছ না মিষ্টি? জলপাইগুড়িতে ভাইফোঁটার জমজমাট বাজার

Last Updated:

চিংড়ির দাম এ বছরে সাধ্যের মধ্যেই রয়েছে বলে দাবি ক্রেতাদের। বিক্রেতাদের জানিয়েছেন, কেনাকাটা করতে ভিড় উপচে পড়ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি: তৃতীয়া লাগার আগে জলপাইগুড়িতে ভাইফোঁটার বাজারে ইলিশ হাজার টাকা বারোশো টাকা কিলো। তবে চিংড়ির দাম এবছরে সাধ্যের মধ্যেই রয়েছে বলে দাবি ক্রেতাদের। বিক্রেতাদের জানিয়েছেন, কেনাকাটা করতে ভিড় উপচে পড়ছে। ভালোই কেনাবেচা হচ্ছে। ভাইফোঁটার বাজার সারতে বুধবার সকাল থেকেই জলপাইগুড়ির দিনবাজারের ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে।
advertisement

অপরদিকে ভাই ফোঁটা উপলক্ষে বুধবার সকাল থেকেই ক্রেতাদের ভিড় জলপাইগুড়ির বিভিন্ন মিষ্টির দোকানে, ভাই খেতে ভালো বাসে এমন মিষ্টি খুঁজে খুঁজে কিনতে দেখা গেলো বোনেদের। সুগারের রোগী হন বা, না হন, সব ভুলে ভাইফোঁটায় মিষ্টিমুখ অবধারিত। তার আগে বুধবার থেকেই, ভাইফোঁটা উপলক্ষে, হরেক মিষ্টিতে ছেয়ে গেল, জলপাইগুড়ির বাজার। চিরাচরিত রসগোল্লা, সন্দেশ, চমচম ছাড়াও, মিষ্টির দোকানের ট্রেতে সুসজ্জিতভাবে জায়গা করে নিয়েছে, অভিনব আম সন্দেশ, ইয়াম্মি ম্যাঙ্গো, সফেদ কদম, ফুল কদম, নিরা, লিচি পোস্তর মতো রকমারি মিষ্টি।

advertisement

আরও পড়ুন: টাকা নিয়ে অশান্তি, খুনোখুনিতে শেষ হল মুর্শিদাবাদের ভয়াবহতা!

আরও পড়ুন: পুজো উদ্বোধনের পরই দুঃসংবাদ, ডেঙ্গি আক্রান্ত অভিনেতা আবীর চট্টোপাধ্যায়

View More

শহরের মিষ্টি ব্যবসায়ীদের বক্তব্য, একমাত্র এই ভাইফোঁটাতেই বোনেরা দোকানে এসে প্রথমেই নতুন মিষ্টির খোঁজ নেন। দোকানে এসে মিষ্টির দাম জানার থেকেও, বেশি আগ্রহ থাকে, ভাইয়ের পছন্দ মতো মিষ্টি নেওয়ার ক্ষেত্রে। আবার অভিনব মিষ্টি পাতে দিয়ে ভাইকে চমক দেওয়ারও প্রবণতা থাকে। তাই এবারও মিষ্টিতে কিছু অভিনবত্ব রাখার চেষ্টা হয়েছে। অন্যদিকে, মাছ ব্যবসায়ী জানান এ বছর দু'বছরের থেকে একটু ব্যবসাটা ভালো হচ্ছে মাছের দাম রয়েছে, সাধ্যের মধ্যে অন্য বছরের থেকে ইলিশের দামও এবছর সাধ্যের মধ্যে রয়েছে বারোশো টাকা প্রতি কেজি বাংলাদেশের ইলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধন্বন্তরী দেবীর মন্দির মানেই ৪০০ বছরের ইতিহাস-মাহাত্ম! আলাদা জায়গা করে নিয়েছে ভক্তদের মনে
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: মাছ না মিষ্টি? জলপাইগুড়িতে ভাইফোঁটার জমজমাট বাজার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল