TRENDING:

Jalpaiguri News: শহরকে যানজট মুক্ত করতে কড়া পদক্ষেপ জেলা পুলিশের

Last Updated:

Jalpaiguri News: ট্রাফিক জ্যাম সামলাতে পথে নামল পুলিশ! কড়া পদক্ষেপ শিলিগুড়িতে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলা ধুপগুড়ি ব্লক বাজার রাস্তার উপরে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরেই রয়েছে বাজার কোন কারণে বড় যানবাহন বাজারের উপর দিয়ে চলাফেরা করলেই সমস্যা হয়। এর মধ্য টোটোর দাপট। যখন তখন দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে ধুপগুড়ি শহরবাসীকে সেই কারণে এবার পথে নামল পুলিশ প্রশাসন। ধূপগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায় প্রায় প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা ।
‌যানজট রুখতে
‌যানজট রুখতে
advertisement

দুর্ঘটনা রুখতে যানবাহনের গতি নিয়ন্ত্রণে শুক্রবার পথে নামলো খোদ ধূপগুড়ির ট্রাফিক ওসি। এদিন সকাল থেকে ধূপগুড়ি শহর ও গ্রামীণ এলাকায় এশিয়ান হাইওয়েতে নজরদারি চালায় ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি সুবীর সাহা। রাস্তায় বেপরোয়া গতিতে চলা লরি,ট্রাক, ছোট গাড়ি,বাস দাঁড় করিয়ে পুলিশের তরফে গতি নিয়ন্ত্রণের আবেদন করা হয়।এছাড়াও বাইকে বিভিন্ন প্রকার উচ্চ শব্দ সৃষ্টিকারী সাইলেন্সসর সহ বিভিন্ন ব্যাঘাত সৃষ্টিকারী আলো লাগানোর চেষ্টা করে কিছু উঠতি বয়সের যুবক।

advertisement

গত মাস খানেক থেকে এই ধরনের ঘটনায় অতিষ্ঠ একাংশ শহরবাসীর তরফে অভিযোগ উঠছিল।মূলত ব্যস্ততম শহরে সিঙ্গেল লেন এই জাতীয় সড়কে একটি ভারী যানবাহন চলাচল করলে একসঙ্গে পথ চলতি সাইকেল, বাইকের বা টোটো চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।কিন্তু সেই পরিস্থিতিতে এই মুহুর্তে রাস্তার পাশে রয়েছে অবৈধ ভাবে গাড়ি দাঁড় করিয়ে মালপত্র ওঠানামা।যার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই আলুর বীজ ওঠানামাতে এই ধরনের পার্কিং। এই মরশুমে ধূপগুড়ির ব্যবসায়িক ক্ষেত্র অনেকটাই ব্যস্ত হয়ে পড়ে বীজ ক্রয় বিক্রয়ে। আর এতেই এই ধরনের রাস্তা দখল করে পার্কিং চলে।এদিন অভিযান চালাতে গিয়ে একটি আলুর বীজ বোঝাই পিক আপ ভ্যান আটক করা হয়।রাস্তার উপরেই সেটিতে লক লাগিয়ে ট্রাফিক আইন অনুযায়ী ফাইন ধার্য্য করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: শহরকে যানজট মুক্ত করতে কড়া পদক্ষেপ জেলা পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল