TRENDING:

Jalpaiguri News: নদী ভাঙনে চলে যাচ্ছে ভিটে মাটি! ৭০টি পরিবারের অসহায় অবস্থা!

Last Updated:

Jalpaiguri News: নদীর তোড়ে বিপন্ন  জনজীবন।জলপাইগুড়ির বানারহাট ব্লকের সাকোয়াঝোড়া-১ গ্রাম পঞ্চায়েতের নেপালি বস্তি এলাকায় নদী ভাঙনে ঘুম উড়েছে প্রায় ৭০টি পরিবারের। এই বস্তি ঘেষেই বয়ে গিয়েছে আংরাভাসা নদী। ভয়াবহ অবস্থা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি:  জলপাইগুড়ি জেলায় ছড়িয়ে ছটিয়ে রয়েছে অসংখ্য নদী। এই নদীগুলি একদিকে যেমন মানুষের জন্য উপকারী,তেমনি কোনো কোনো সময় এই নদীই হয়ে ওঠে আগ্রাসী। বিপন্ন হয় জনজীবন। যেমনটা হয়েছে জলপাইগুড়ির বানারহাট ব্লকের সাকোয়াঝোড়া-১ গ্রাম পঞ্চায়েতের নেপালি বস্তির। নদী ভাঙনে ঘুম উড়েছে প্রায় ৭০টি পরিবারের।কারণ এই বস্তি ঘেষেই বয়ে গিয়েছে আংরাভাসা নদী।সারাবছর শান্ত থাকা এই নদী পাহাড়-সমতলে ভারী বৃষ্টি হলেই ফুলেফেঁপে ওঠে। আর জল নেমে যাওয়ার পর শুরু হয় ভাঙন।
advertisement

এই আগে বস্তি থেকে অনেকটাই দূরে ছিল নদী। কিন্তু ভাঙ্গনের জেরে এখন বস্তির একদম কাছে এসে গিয়েছে।ইতিমধ্যেই বিঘার পর বিঘা চাষের জমি গিলে খেয়েছে। গতবছর বর্ষার মরশুমে তিনটি বাড়ি তলিয়ে যায় ভাঙ্গনে।এইবছরও একটি বাড়ি ভাঙনের গ্রাসে গিয়েছে। বাড়িছাড়া হয়ে বাসিন্দারা আশ্রয় নিয়েছেন গোয়ালঘরে।আবার অনেকেই অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন।স্থানীয় এলাকার মানুষ জানিয়েছে, প্রতিবছর মাঠ বাগান সহ একাধিক এলাকা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্থ হয়।

advertisement

আরও পড়ুন: ১০০ দিনের কাজেও এবার লক্ষ লক্ষ টাকা প্রতারণা! কাজ না দিয়েই একাধিক প্রকল্পের টাকা আত্মসাৎ!

এই আংরাভাসা আগে এত কাছে ছিলনা। এখন তা অনেক সামনে এসে যাওয়ায় আমরা খুব সমস্যার মধ্যে পড়েছি।সমস্যা আরো বিপজ্জনক অবস্থা হয় বর্ষার মরশুমে। এই প্রসঙ্গে সেচ দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি দেখা হচ্ছে। উর্দ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। যদিও, স্থানীয়দের অভিযোগ, কিছুরই সুরাহা নেই। একই ভাবে ভাঙনে বিপর্যস্ত মানুষ।ভাঙ্গন রুখতে বাঁধের দবি তুলেছেন বাসিন্দারা। অভিযোগ এই বিষয়ে বহুবার স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের কাছে দরবার করা হয়েছে। কিন্তু সমস্যার সুরাহা হয়নি বলেই অভিযোগ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

গীতশ্রী মুখার্জি

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: নদী ভাঙনে চলে যাচ্ছে ভিটে মাটি! ৭০টি পরিবারের অসহায় অবস্থা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল