উদ্ভিদবিদদের মতে, সুস্থ সবল মানুষের শরীরে আঘাত লাগলে যে যন্ত্রণা অনুভব হয়। গাছেও পেরেকের ঠোকা দিলে সেটি গাছের জন্যেও অত্যন্ত বেদনাদায়ক। কারণ মরচে ধরা পেরেক গাছে পুঁতলে পচন ধরে ধীরে ধীরে সেই গাছের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। যদিও বারংবার পরিবেশপ্রেমীরা এই বিষয়টি নিয়ে সোচ্চার হলেও, পরিস্থিতির কোনও বদল হয় না। ভোট আসলেই পরিবেশ প্রেম শিকেয় ওঠে।
advertisement
আরও পড়ুন : কুকুর কোন ‘রং’ দেখলে রেগে যায় বলুন তো? উত্তর শুনলে চমকে যাবেন, গ্যারান্টি!
জলপাইগুড়ির পরিবেশপ্রেমী রাজা দত্তের কথায়, \”বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু বলেছিলেন গাছের প্রাণ আছে। গাছেরও মানুষের মতো প্রাণ আছে মানব সমাজে গাছের যে ভূমিকা তা অনস্বীকার্য। ভোটকে কেন্দ্র করে গাছের মধ্যে পেরেক দিয়ে পতাকা লাগান বিভিন্ন রাজনৈতিক দল। ভোট প্রচারের পরেও সেই পতাকা খোলা হয় না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক। নির্বাচন কমিশন যাতে বিষয়টিতে নজর দেয়, সজাগ থাকে তার আবেদন করছি।
সুরজিৎ দে