আইসিডিএস সেন্টারের কর্মী ও স্থানীয়দের চেষ্টায় বাচ্চাদের উদ্ধার করা হয়। বেশ কয়েক মাস পর হঠাৎ করে বাচ্চার মা এসে বাইরে নিয়ে যাবে শুনে বিক্ষোভে ফেটে পড়ে। বাসিন্দাদের অভিযোগ এই শিশুদের বাইরে নিয়ে গিয়ে বিক্রি করার প্ল্যান মদ্যপ মায়ের। এই শিশুদের সুরক্ষার স্বার্থে জলপাইগুড়ি চাইল্ড লাইনে খবর দেওয়া হয়।
আরও পড়ুন: কোটিপতি হওয়ার পথে নতুন বাধা! লটারি বিক্রি শুরু হলেও থাকছে জট!
advertisement
এলাকার বাসিন্দাদের অভিযোগ বহুদিন থেকে ছিল না তাদের মা। বাচ্চাগুলোকে ছেড়ে চলে গিয়েছিল পাটনায় কাজে।গত তিন মাস পর আজ আসলো বাড়িতে। আসার পরই সেই বাচ্চা গুলোকে খোঁজা শুরু করছে ,মাকে দেখে বাচ্চাগুলো ভয়ে সরে যাচ্ছিল খুঁজে নিয়ে আসে সেই বাচ্চাগুলোকে রেডি করে পাটনার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তার মাকে জিজ্ঞাসা করলে জানা যায় পাটনায় তাদের কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এই বাচ্চা গুলোর বয়স কোনটা সাত, কোনোটা দশ আবার কারও ১৪ বছর ।
সুরজিত দে