ইতিমধ্যেই ১১টি রাজ্যের বিভিন্ন জায়গা ঘুরে ডুয়ার্সের চা বলয়ের প্রাণকেন্দ্র মালবাজার শহরে এসে উপস্থিত হলেন ৩২ বছরের যুবক তথা শিক্ষক মেহুল লাখানি।এখানে রাত্রি যাপন করে, ফের যাত্রা শুরু করেন তিনি। সাইকেলের সামনেই রয়েছে মেহুল ভারত যাত্রী নামাঙ্কিত বোর্ড। তিনি ইতিমধ্যেই পাড়ি দিয়েছেন ৩৬ হাজার কিলোমিটার। মূলত দেশবাসীর কাছে তার বার্তা স্বাস্থ্য সচেতনতার সঙ্গে প্রকৃতিকে রক্ষা করা, দেশের সংস্কৃতি এবং ভারতবর্ষের বৈচিত্রময় ইতিহাসকে আপামর দেশবাসীর সামনে তুলে ধরাই তাঁর উদ্দেশ্য।
advertisement
আরও পড়ুন: একজোড়া পাকা সেতু! কোথায় তৈরি হচ্ছে জেনে নিন...
মূলত প্রত্যেকটি মানুষের স্বাস্থ্যকে সচল ও সবল রাখার ক্ষেত্রে সাইকেলিং-এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেই মনে করেন মেহুল। ২০২১ সালের জুন মাস থেকে এখনও পর্যন্ত ভারত ভ্রমণ করে চলেছেন মেহুল লাখানি। পেরোতে হয়েছে বহু বাধা-বিপত্তি। তা সত্ত্বেও তিনি থেমে থাকেননি।
আরও পড়ুন: লাল চন্দন কাঠ পাচারে যুক্ত সরকারি আধিকারিক যে ভাবে পুলিশের জালে ধরা দিল তা হার মানাবে সিনেমার গল্পকে
এবারের লক্ষ্য উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির পথ পাড়ি দেওয়া। এদিন তাঁর চোখে মুখে ফুটে উঠেছে অখন্ড ভারতবর্ষের বিভিন্ন তথ্যের কথা। লক্ষ্যকে স্থির রেখেই সাইকেল চালিয়ে এগিয়ে চললেন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিকে ঘুরে দেখতে। এদিন মালবাজার শহরের সুভাষ মোড়ে পৌঁছতেই শহরের বাসিন্দারা তাকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। উপহার হিসাবে হাতে তুলে দেন প্রাথমিক স্বাস্থ্য রক্ষার সরঞ্জামও।
সুরজিৎ দে