TRENDING:

Happy Birthday: ঢাউস কেকে জেলার জন্মদিন পালন! জলপাইগুড়ি মেতেছে বর্ষবরণে

Last Updated:

একেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ, তার ওপর ইংরেজি নতুন বর্ষ বরণের দিন সঙ্গে আবার প্রাণের শহর জলপাইগুড়ি জেলার জন্মদিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি: একেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ, তার ওপর ইংরেজি নতুন বর্ষ বরণের দিন সঙ্গে আবার প্রাণের শহর জলপাইগুড়ি জেলার জন্মদিন ।ডবল সেলিব্রেশন হবে না তা কী করে হয়।একদিকে বর্ষবরণের আনন্দ। অন্যদিকে, জেলার জন্মদিন। সব মিলিয়ে জমজমাট জলপাইগুড়ি।
advertisement

বছরের প্রথমদিনই জলপাইগুড়ি জেলার জন্মদিন।পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে সেজে উঠেছে শহর জলপাইগুড়ি। নানান রঙের আলো দিয়ে সেজেছে শহর শুধু তাই নয় নানান রঙের আতশবাজি ফাটিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে মেতে উঠেছে গোটা জলপাইগুড়িবাসী ।

আরও পড়ুন -  Rishabh Pant Injury Update: আসলে কী গাড়ি চালানোর সময় ঘুমোচ্ছিলেন! কিন্তু পন্থের অ্যাক্সিডেন্টে চাঞ্চল্যকর কারণ সামনে

advertisement

পাশাপাশি ঐতিহাসিক এই শহর এবার ১৫৪ বছরে পা দিল। বিশেষ এই দিন উপলক্ষে বর্ষবনের রাতে ঘড়ির কাটায় যখন রাত বারোটা তখন ১৫৪ পাউন্ড ওজনের পেল্লাই কেক কেটে বার্থডে সেলিব্রেশন পালন করলো জলপাইগুড়ি জেলার বনিক মহল। নর্থ বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্সের পক্ষ থেকে জলপাইগুড়ি মিলন সংঘ ময়দানে আয়োজন করা হয়েছিল আন্তর্জাতিক শিল্প ও বানিজ্য মেলা। এতে ভাগ নিয়েছিলন ভূটান,বাংলাদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ী প্রতিষ্ঠান। এই মেলার শেষ দিন ছিল শনিবার। শনিবার রাতেই কেক কেটে নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি ধুমধাম করে জলপাইগুড়ি জেলার বার্থডে সেলিব্রেশন হয়।

advertisement

View More

আরও পড়ুন -  Horoscope 2023: নতুন বছরে এই রাশিদের জীবনে বড় বদলের ইঙ্গিত, আপনার জীবনেও কি হবে ওলটপালট, রইল রাশিফল

এদিন সকাল থেকেই শহরে ছিল উৎসবের মেজাজ। তার মধ্যে আবহাওয়াও ছিল বেশ সুন্দর। উপরি পাওনা হিসেবে ছিল শনিবার অর্থাৎ সপ্তাহন্তের দিন,কম বেশি সকলেই ছুটি আর তাতেই লোকের ভিড়ও ছিল বেশ ভালই। এতেই বোঝা যায় জলপাইগুড়িবাসীর আবেগ ঠিক কতটা..!

advertisement

শহরের জন্মদিন এবং নতুন ইংরেজি বছরকে স্বাগত জানানো হল একই সঙ্গে।এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল মেলায়। সায়েন্স এন্ড নেচার ক্লাবের সম্পাদক রাজা রাও জানান, বহু পুরনো শহর জলপাইগুড়ি।অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে এই শহরের সঙ্গে। এবছর ১৫৪ বছরে পদার্পণ করল। তাই জলপাইগুড়ির বাণিজ্য মেলায় চেম্বার অব কমার্স এর পক্ষ থেকে পালন করা হলো শহর জলপাইগুড়ির জন্মদিন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Surajit Dey

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Happy Birthday: ঢাউস কেকে জেলার জন্মদিন পালন! জলপাইগুড়ি মেতেছে বর্ষবরণে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল