TRENDING:

Jalpaiguri News: লোভনীয় এই খাবার পাতে পড়লেই জিভে জল, এই সব্জি চাষ করে হচ্ছে বিপুল লাভ!

Last Updated:

Jalpaiguri News: জলপাইগুড়ির ধূপগুড়িতে হালকা জলাশয় যুক্ত জমিতে এই কচু চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা। আর এতেই বেশ আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি : জলপাইগুড়ির ধূপগুড়িতে হালকা জলাশয় যুক্ত জমিতে এই কচু চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা। আর এতেই বেশ আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের। অন্যান্য সব্জির তুলনায় কচু চাষে লাভ বেশি হওয়ায় দিন দিন কৃষকরা কচু চাষে আগ্রহী হয়ে উঠছেন। শহরের বিভিন্ন হাট-বাজারে প্রতিদিনই সব্জি হিসেবে উল্লেখযোগ্য পরিমাণ কচু, কচুর লতি, ডাঁটা সহ পাতা বিক্রি হচ্ছে। এছাড়াও কম পরিশ্রমেই চাষ করা যায় এই সব্জি। তাই কৃষকরাও কচু চাষেই বেশি ঝুঁকছেন।
advertisement

কচুর নাম শুনলেই মনে হয় এই বুঝি গলা ধরবে। বিজ্ঞান অনুযায়ী কচুতে রয়েছে র‌্যাফাইড। এগুলি গলায় আটকে যায়। ফলে খানিক গলা চুলকোয় বটে..কিন্তু কচুতে রয়েছে বহু ধরনের পুষ্টিও।কচু উচ্চ পুষ্টিসমৃদ্ধ সব্জি। কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, আয়রন, ক্যালসিয়াম, আয়োডিন  থাকে যা রাতকানা, রক্তশূন্যতা, কোষ্টকাঠিন্য ও ডায়াবেটিস রোগীদের জন্য উপকারি। পশ্চিমবঙ্গের সব জেলাই কচু চাষের উপযোগী। কারণ, কচু চাষে তেমন কোনও খরচ নেই বললেই চলে এবং উত্তরবঙ্গের মাটি ও পরিবেশ কচু চাষের জন্য অনুকূল। এক বিঘা শোলা কচু চাষ করতে খরচের পরিমাণ দাঁড়ায় ৭ থেকে ৮ হাজার টাকা কিন্তু এবছর কচুর দাম ভাল থাকায় চাষীদের দ্বিগুণ পরিমাণে লাভের মুখ দেখছে কৃষকরা। বাজারে এবার শোলা কচুর একটি দাম পড়ছে ২০ থেকে ৩০ টাকা দরে ।

advertisement

 আরও পড়ুন-২০০০ টাকা কেজি! মালদহের আমসত্ত্ব বিক্রি হচ্ছে এবার বিদেশে, রয়েছে বিরাট চাহিদা!

আরও পড়ুন- সাগরদিঘি ‘অস্বস্তি’, প্রার্থী জটিলতা, অশান্তি-সংঘর্ষ! অভিষেকের নজরে মুর্শিদাবাদ

View More

সম্প্রতি আলু চাষ করে লাভের পরিমাণ ততটা হয়নি কৃষকদের। কিন্তু আলু চাষের পরই জমিতে এবার কচুর বীজ লাগিয়ে এবং শোলা কচু ফলন ঘটিয়ে এবার তারা লাভের মুখ দেখছেন। বাজারে চাহিদাও রয়েছে। কচু চাষী সাধন রায় বলেন, ‘আলু চাষ করার পর কচু চাষ করছি। আলু চাষে তেমন লাভ না হলেও কচুর ফলন ঘটিয়ে বেশ ভাল অর্থ উপার্জন হচ্ছে। বাজারে কচু থেকে শুরু করে কচুর লতিরও বেশ ভাল চাহিদা। এছাড়াও, কচুর ফলনে বেশি পরিশ্রম হয় না খরচও কম।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: লোভনীয় এই খাবার পাতে পড়লেই জিভে জল, এই সব্জি চাষ করে হচ্ছে বিপুল লাভ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল