স্থানীয় এক ব্যক্তি জানান যে, বেশ কিছুদিন ধরেই জলপাইগুড়ি জেলায় বৃষ্টি হয়েছে৷ আর তাতেই করলা নদীর জল বেড়েছে৷ হতে পারে নদীতে পড়ে গিয়েও মৃত্যু হয়ে থাকতে পারে ওই যুবকের। পুলিশি তদন্তের পরেই জানা যাবে কী কারণে মৃত্যু হয়েছে এবং খোঁজ পাওয়া যাবে তার বাড়ি কোথায়। দেহ দেখতে পাওয়ার পর পরই খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়।
advertisement
আরও পড়ুন: ঠাকুরঘরে কখনওই রাখবেন না এই ধাতুর বাসন! সংসারে পড়বে কুপ্রভাব, আসবে দারিদ্র
স্থানীয় মানুষের অনুমান নদীর জলে ভেসে আসা মৃতদেহটি জলপাইগুড়ি শহরের কোনও যুবকের হতে পারে। মৃতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
advertisement
সুরজিৎ দে
Location :
West Bengal
First Published :
August 28, 2023 10:47 AM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: সাতসকালে করলা নদীর ধারে একী দৃশ্য! ঝোপে আটকে তরতাজা যুবকের দেহ