ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৮৯A এবং ৪৮৯B ধারায় মামলা শুরু করা হয়েছে।ধৃতদের নাম মোহাম্মদ শাহজাহান আলী, অনিমেষ দাস, অভিমল সাহানি । ধৃতদের প্রত্যেকের বাড়ি এন জে পি এর আশপাশের এলাকায়।ধৃতদেরজেলা আদালতে পেশ করা হয়।
আরও পড়ুন: ‘শ্মশান থেকে হাত ধরে বাড়ি নিয়ে গিয়েছিলেন মৃণাল সেন!’ গীতা সেনকে লেখা সুরমা ঘটকের চিঠি প্রকাশ্যে!
advertisement
আরও পড়ুন:
এর পাশাপাশি দুটি ঘটনায় রাজগঞ্জ থানার পুলিশ বাইসাইকেল এবং ইরিক্সা চোরের একটি বড় চক্রকে গ্রেফতার করতে পেরেছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার বাইসাইকেল চুরি ইরিক্সা চুরি এবং জাল নোট কারবারিদের ধরে বড় সাফল্য পেল। একই দিনে তিন তিনটি বড় ঘটনায় যুক্ত অভিযুক্তদের গ্রেফতারকরলরাজগঞ্জ থানার পুলিশ।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2023 7:32 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: ২০০০ টাকার নোট তুলে নেওয়ার মধ্যেই ৫০০ টাকা নিয়ে ঘটল বিরাট কাণ্ড! জানুন