প্রথমটায় ওদের দু'জনের মনে হয়েছিল এ নিশ্চই কোনো সাপ হবে। আজকাল যেভাবে চারিদিকে সাপের উপদ্রব এবং বিভিন্ন জায়গা থেকে অজগরের মত বড় বড় সাপ উদ্ধারের ঘটনা সামনে আসে শহর এলাকাতে, তাতে তেমনই কিছু হবে। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল এ যেন অসম্ভব ওজনদার একটা শক্ত কিছু।কিন্তু কিছুক্ষণ বাদে দেখা গেল, এ তো সাপ নয়। এ যেন রুপোলি আঁশের চকচকে কিছু। অনেকটা বড় কোনো মাছের মতো।
advertisement
রহস্য ভাঙতে দুজনেই চেষ্টা করলেন বড়শি দিয়ে সেটিকে আটক করার। কি আছে এই রহস্য আর বেশি দুরে রইল না। দেখা গেল, এ কোনো সাপ নয়, এক আস্ত প্রকাণ্ড আকারের মাছ।কিন্তু সে কি আর এত তাড়াতাড়ি বাগে আসে? দু'জন মিলে লেগে গেল বড়শি ফেলে।প্রায় তিন চার ঘণ্টা ধরে পরিশ্রম করে অবশেষে বড়শিতে ধরা পড়ল এই বিশাল মাছ। কিছুক্ষণের চেষ্টার পর আচমকা দেখা গেল করলা নদী থেকে বড়শিতে উঠে এল প্রায় কুড়ি কেজি ওজনের একটি বিশ বোয়াল মাছ। শনিবার ওই দুই যুবক বড়শি দিয়ে মাছ ধরতে এসে বিশালাকার ওই বোয়াল মাছটি ধরতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শী এক যুবক বলেন, বিষ্ণু রায় ও তাপস মজুমদার নামে দুই যুবক মাছটি ধরেছে। বড়শিতে ওঠার পড় মাছটিকে বাগে আনতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে।এদিন সকালে মাছটিকে দেখার জন্য অসংখ্য উৎসাহী মানুষের ভিড় জমে যায় যায় জলপাইগুড়ি শহরের সমাজপাড়া এলাকায়। বিষ্ণু ও তাপস বলেন, এখানে করলা নদীতে মাঝে মধ্যেই মাছ ধরতে আসেন তারা। জানান, দীর্ঘ কয়েক বছর ধরে করলা নদীতে মাছ শিকার করতে এলেও এত বড় মাপের বোয়াল মাছ এই প্রথম ধরতে পেরেছেন। কুড়ি কেজি ওজনের বোয়াল মাছ নিয়ে দুজনেই খুব খুশি মনে বাড়ি ফেরেন এদিন। এদিকে রীতিমত এত বড় একটি মাছ জলপাইগুড়ি থেকে ধরা পড়ায় শোরগোল পড়ে যায় ওই করলা পাড়ে!
গীতশ্রী মুখার্জি