জলপাইগুড়ির যেখানে সেখানে এখন ঘুরলেই দেখা যাচ্ছে ভ্যানে করে বিক্রেতারা বড় বড় আকৃতির পেয়ারা নিয়ে ঘুরছে। যার এক একটির ওজন চারশো গ্রাম থেকে এক কেজি। এক কেজি পেয়ারা বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকা দরে। দেখলে মনে হয় যেন নতুন কোন ফল বাজারে এসেছে।আসলে এই পেয়ারা গুলো এসেছে থাইল্যান্ডে থেকে।শিলিগুড়ির বাজার থেকে জলপাইগুড়ির পাইকাররা একেবারে গাড়িতে করে এনে এখানে বিক্রি করছেন।
advertisement
আরও পড়ুন : চিনুন 'গরীবের ডাক্তার'কে! বিনামূল্যে চিকিৎসা করে নজির গড়লেন স্বপন রায়
আরও পড়ুন : এক ছাদনাতলায় ১৬ জোড়া বিয়ে দিলেন! জঙ্গলমহলের মেয়েদের যেন রক্ষাকবচ সনাতন দাস
এই ধরনের পেয়ারা এবার নতুন ও বড় আকৃতির হওয়ায় মানুষের আগ্রহ ও চাহিদা দুইই তুঙ্গে। যদিও দুটি পিয়ারা কিনলেই ওজনে হয়ে যায় এক কেজি।এই অভিনব পেয়ারা কিনতে মানুষের ঢল নেমেছে দোকানে । এই পেয়ারার দাম প্রতি কেজি ৮০ টাকা থেকে ১০০ টাকা হওয়ায় সাধারণ মানুষের হাতের নাগালেই রয়েছে দাম।এক ক্রেতা জানান, পেয়ারা গুলোর দান হাতের নাগালেই রয়েছে, খেতেও খুব স্বাদ। দেখতেও সুন্দর। তাই কিনছি। অন্যদিকে এক বিক্রেতা জানান, এই ধরনের পেয়ারা একটু অভিনব। তাই চাহিদা একটু অন্য রকম। বিক্রিও হচ্ছে বেশ ভালোই । শীতকালে এই ধরনের পেয়ারা ভালো বিক্রি হওয়ায় বেজায় খুশি বিক্রেতারা।
সুরজিৎ দে





