আরও পড়ুন: দিনহাটায় তাজা বোমা সহ যুবককে ধরল স্থানীয়রা, তুলে দিল পুলিশের হাতে
শুধু জলপাইগুড়ি নয়, গোটা বিশ্বজুড়েই আজ প্রবল সঙ্কটের মুখে বই ও বই পড়ার অভ্যাস। ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতিতে রাজ্যের অন্যতম এগিয়ে থাকা শহর জলপাইগুড়ি। সেই শহরের জেলা গ্রন্থাগারের প্রবেশ পথে কচ্চিৎ কদাচিৎ পাঠকের দেখা পাওয়া যায়। অথচ এক সময় এই জলপাইগুড়ি জেলা গ্রন্থাকারে পাঠকের ভিড় লেগে থাকত। কিন্তু এখন সেসব অতীতের স্মৃতি মাত্র। একমাত্র উচ্চ শিক্ষার ছাত্রছাত্রী আর কিছু কচিকাঁচাদের গোয়েন্দা গল্পের প্রতি আকর্ষণ আছে। তবে তারা আর গ্রন্থাগারে আসে না, শহরের বইয়ের দোকান থেকেই সেই সব বই টুকটাক কিনে নেয়।
advertisement
জলপাইগুড়ি শহরের প্রতিটা বইয়ের দোকানের প্রদীপ নিভু নিভু। আর কতদিন এই ব্যবসা চালানো যাবে তা নিয়ে সংশয়ে আছেন দোকানদাররা। পরিস্থিতি কতটা বেহাল, স্মার্টফোনের দাপটে মানুষ যে একেবারেই বই থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে একটা ঘটনা তুলে ধরলে বুঝতে পারবেন। নিউজ ১৮ লোকালের প্রতিবেদক গোটা জলপাইগুড়ি শহরের বই দোকানগুলোয় কয়েক ঘণ্টা ধরে ঘুরে মাত্র একজন ক্রেতার দেখা পেয়েছেন! এরপর বোধহয় আর কোনও কিছু বলার প্রয়োজন পড়ে না।
সুরজিৎ দে