সারা বছর ধরে এখানে একাধিক অনুষ্ঠান, শো, মেলা, সরকারি কর্মশালা, নাটক ইত্যাদি হয়ে থাকে। এক কথায়, জেলার শিল্পচর্চায় এই গ্যালারি উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে দশকের পর দশক ধরে। আন্তর্জাতিক স্তরের শিল্পীদের অনুষ্ঠান করা এই আর্ট গ্যালারি যে মহান ব্যক্তির নামে তিনিই হলেন সরোজেন্দ্র দেব রায়কত। তার পিতা প্রখ্যাত মনীষী জগদীন্দ্রদেব রায়কতের ১৫৯তম জন্মজয়ন্তী ও সরোজেন্দ্রদেব রায়কতের ১২৫ তম জন্মজয়ন্তী আজ।
advertisement
আরও পড়ুনঃ এখনও মেলেনি দুর্গাপুজোর অনুদানের টাকা! শীঘ্রই দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ
যা শ্রদ্ধা ও সম্মানের সাথে উদযাপন করা হলো জলপাইগুড়িতে। উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ঐতিহাসিক থেকে শুরু করে শিক্ষক। প্রসঙ্গত, বিশিষ্ট সংগীত শিল্পী জগদিন্দ্র দেব রায়কত ও তার পুত্র সরোজেন্দ্রদেব রায়কতের আজ জন্ম দিবস একইসাথে। সেই জন্য সরোজেন্দ্রদেব রায়কতের কলাকেন্দ্রে তাদের জন্ম জয়ন্তী উদযাপন করা হল একযোগে।
Geetashree Mukherjee