এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গৌতম দেব জানান, শুরুটা নিজে করলেন, এবার দলমত নির্বিশেষে সবাই যেন শহরের স্বার্থে এই কর্মসূচি গ্রহণ করে। সবাই যেন শিলিগুড়িকে দৃশ্যদূষণের হাত থেকে মুক্ত করতে তৎপর হয়। তিনি বলেন, "শিলিগুড়িকে আরও পরিছন্ন করে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। সকলে মিলেই আমরা স্বচ্ছ শহর গড়তে পারব।" (Gautam Deb Siliguri)
advertisement
এই প্রসঙ্গে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব তথা শিক্ষক বিশ্বজিৎ রায়ের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি নিউজ ১৮ লোকালকে বলেন, "কর্তব্যের জায়গাটা ভীষণ ভালোভাবে বজায় রেখেছেন তিনি। যেই বার্তা দেওয়ার কথা ছিল, সেই বার্তা দেওয়া হয়ে গিয়েছে, তাই সেটা ঢেকে দেওয়া হচ্ছে বা মুছে দেওয়া হচ্ছে। হার-জিত পরের বিষয়, এই কাজটা সব দলেরই করা উচিৎ। নির্বাচনের পরেও অনেক জায়গায় দেখেছি পতাকা, ফেস্টুন ইত্যাদি। অনেক রাজনৈতিক কর্মীরা মনে করছেন এসব পোস্টার লাগানো তাঁদের কাজ, তবে সেগুলো খুলে ফেলা তাঁদের কাজ নয়।"
Vaskar Chakraborty