TRENDING:

Gautam Deb Siliguri: এ কী কাণ্ড! নিজের নামে দেওয়াল লিখন মুছছেন গৌতম দেব, কিন্তু কেন...

Last Updated:

মুখ্যমন্ত্রীর নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করতে প্রচারে ব্যবহৃত সমস্ত দেওয়ালগুলিকে হোয়াইট ওয়াশ করার উদ্যোগ নিলেন গৌতম দেব

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: কলকাতার আদলে সাজানো হবে শহর শিলিগুড়িকে। সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছে রাজ্য সরকার। শিলিগুড়ি পুরনিগমের নির্বাচন জয়ের পরপরই এমন পরিকল্পনা গ্রহণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো নির্দেশও দিয়েছেন শিলিগুড়ির হবু মেয়র গৌতম দেবকে (Gautam Deb Siliguri)। আর মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করতে প্রচারে ব্যবহৃত সমস্ত দেওয়ালগুলিকে হোয়াইট ওয়াশ করার উদ্যোগ নিলেন গৌতম দেব। এদিন ৩৩ নম্বর ওয়ার্ডে নিজের হাতে সাদা রঙ দিয়ে মুছে দিলেন দেওয়াল লিখন। কর্মীদের নির্দেশ দেন যাতে প্রতিটি ওয়ার্ডের সমস্ত তৃণমূলের দেওয়াল লিখন যেন তাঁরা মুছে দেন।(Gautam Deb Siliguri)
advertisement

এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গৌতম দেব জানান, শুরুটা নিজে করলেন, এবার দলমত নির্বিশেষে সবাই যেন শহরের স্বার্থে এই কর্মসূচি গ্রহণ করে। সবাই যেন শিলিগুড়িকে দৃশ্যদূষণের হাত থেকে মুক্ত করতে তৎপর হয়। তিনি বলেন, "শিলিগুড়িকে আরও পরিছন্ন করে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। সকলে মিলেই আমরা স্বচ্ছ শহর গড়তে পারব।" (Gautam Deb Siliguri)

advertisement

এই প্রসঙ্গে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব তথা শিক্ষক বিশ্বজিৎ রায়ের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি নিউজ ১৮ লোকালকে বলেন, "কর্তব্যের জায়গাটা ভীষণ ভালোভাবে বজায় রেখেছেন তিনি। যেই বার্তা দেওয়ার কথা ছিল, সেই বার্তা দেওয়া হয়ে গিয়েছে, তাই সেটা ঢেকে দেওয়া হচ্ছে বা মুছে দেওয়া হচ্ছে। হার-জিত পরের বিষয়, এই কাজটা সব দলেরই করা উচিৎ। নির্বাচনের পরেও অনেক জায়গায় দেখেছি পতাকা, ফেস্টুন ইত্যাদি। অনেক রাজনৈতিক কর্মীরা মনে করছেন এসব পোস্টার লাগানো তাঁদের কাজ, তবে সেগুলো খুলে ফেলা তাঁদের কাজ নয়।"

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Vaskar Chakraborty

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Gautam Deb Siliguri: এ কী কাণ্ড! নিজের নামে দেওয়াল লিখন মুছছেন গৌতম দেব, কিন্তু কেন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল