আরও পড়ুন: রাস্তা পার হওয়ার সময় লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু
ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা পাহাড়, নদী, জঙ্গলে ঘেরা। তাই প্রতিবছর প্রচুর পর্যটক ডুয়ার্সে ঘুরতে আসেন। এখানকার পুরুষরা পর্যটন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। এবার বন সংলগ্ন গ্রামের দরিদ্র পরিবারের মহিলারাও যাতে স্বনির্ভর হয়ে উঠতে পারেন সেই দিকে নজর দিল রাজ্যের বন বিভাগ।
advertisement
গরুমারা নর্থ রেঞ্জের মূর্তি বিট অফিসে রয়েছে পাটের দ্রব্য তৈরির প্রশিক্ষণ কেন্দ্র। ৬ মাস প্রশিক্ষণ নিয়ে বর্তমানে এখানে ২৪ জন মহিলা পাটের নানান দ্রব্য তৈরি করে রোজগার করছেন। এই টাকা তাঁদের সংসারের অভাব কিছুটা হলেও দূর করতে সাহায্য করছে।
বর্তমানে মূর্তি বিটের ওই প্রশিক্ষণ কেন্দ্রে মূর্তি বনবস্তির ১২ জন করে মহিলা সপ্তাহে তিন দিন প্রশিক্ষণ নিচ্ছেন। এদিকে ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকরাও অনেক সময় এই গ্রামের মহিলাদের তৈরি পাটের বিভিন্ন জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছেন। বন দফতরের এই উদ্যোগের হাত ধরে গোটা এলাকার আর্থসামাজিক পরিবেশ বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
সুরজিৎ দে