পাহাড়ি এলাকার মধ্যে এখন পিকনিকের আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে রকি আইল্যান্ড, লালিগুরাস, সানটালিখোলা, দলগা, সিটংস-র মতো অপূর্ব জায়গাগুলো। যা নিজেদের চোখে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ নিচ্ছেন পর্যটকরা।
আরও পড়ুনঃ পর্যটকদের জন্য দারুন খবর! ভিস্টাডোমে চড়ে এ বার জঙ্গলের পথেই পৌঁছন কোচবিহার
অপূর্ব সৌন্দর্য নদীর জল, ঝর্না, পাহাড় দেখে মুগ্ধ হচ্ছেন তারা। তাই বনভোজনের সিজিন শুরু না হলেও পাহাড়ের অপূর্ব সৌন্দর্যের জন্য এখন থেকেই ভিড় বাড়াচ্ছেন দক্ষিনবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার পর্যটকরা। তেমনই পাহাড়ে বনভোজন করতে আসা এক পর্যটক জানান, এখন পাহাড়ের আমেজ হালকা কুয়াশায় ঢাকা। সেই কুয়াশার মধ্যে মিঠে রোদে আমরা বনভোজনে মেতে উঠেছি। এ এক আলাদাই অনুভূতি।
advertisement
প্রতিবছরই বছরের শেষের বা শুরুর দিকে পাহাড়ে আসা হয়। যে কোনও একটি মাসে পাহাড়ের সুন্দর ওয়েদার উপভোগ করতে পরিবারের সঙ্গে অথবা বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে চলে আসি। কলকাতা থেকে আগত এক পর্যটন জানান, উত্তরবঙ্গে সবুজের মধ্যে হালকা কুয়াশা ভেসে যাচ্ছে। অপরূপ এই দৃশ্য। উত্তরবঙ্গের এরকম ঠান্ডা পরিবেশ বেশ উপভোগ্য।
সুরজিৎ দে