TRENDING:

Jalpaiguri News: সদ্য তৈরী মার্কেটের এ কি অবস্থা! যেন অঘোষিত সার্বজনীন শৌচালয়!

Last Updated:

ধুপগুড়ি শহরের রাজপথে ডাউস আকারের সাইনবোর্ড এ লেখা Green Dhupguri Clean Dhupguri. অথচ এই শহরেই মিলবে অন্য চিত্র। ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জলপাইগুড়ি জেলা পরিষদের ধূপগুড়ির সুরেশ দে স্মৃতি মার্কেট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি : ধুপগুড়ি শহরের রাজপথে ডাউস আকারের সাইনবোর্ড এ লেখা Green Dhupguri Clean Dhupguri. অথচ এই শহরেই মিলবে অন্য চিত্র। ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জলপাইগুড়ি জেলা পরিষদের ধূপগুড়ির সুরেশ দে স্মৃতি মার্কেট। এমনিতেই এই সদ্য তৈরী মার্কেটের দ্বিতল ভবনের দোকান ঘর বন্টন নিয়ে দীর্ঘ টালবাহানার অভিযোগ তো রয়েছেই। ইতিমধ্যেই প্রতিবাদে ধূপগুড়িতে জাতীয় সড়ক অবরোধ করেছে ব্যবসায়ীরা। যারা ব্যবসা করতেন এখানে, এতটা বছর হয়ে গেল বন্ধ তাদের ইনকামের রাস্তা। দোকান না থাকায় কি করে চলবে সংসার এই মানসিক যন্ত্রণায় দুই জন ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।
advertisement

অনেকেই আবার কাজের সন্ধানে চলে গেছেন ভিন রাজ্যে। জলপাইগুড়ি জেলা পরিষদ ধূপগুড়ি পুরসভার থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও এখনও মিলছে না দোকান। এদিকে সামনে পুজো, কি করবে তারা এই অবস্থায়। এদিকে এই মার্কেটে ঢুকতে গেলেই যেন নাক জ্বলেযায় তীব্র গন্ধে। না! রাতের অন্ধকারে নয়, দিনের বেলাতেও ব্যবসায়ী থেকে শুরু করে বাজার করতে আসা মানুষ, যারা একটু ভদ্র, বাধ্য হয়ে এই জায়গাকেই এখন অঘোষিত বাথরুম হিসেবে ধরে নিয়েছেন।

advertisement

আরও পড়ুনঃ কিক বক্সিংয়ে ইতালিতে পদক জয় জলপাইগুড়ির প্রিয়াঙ্কার

কারণ এত বড় বাজার চত্বরে নেই কোন বাথরুমের ব্যবস্থা। এতো গেল নিচের তলার চিত্র। দ্বিতীয় তলে উঠে দেখা গেল, সদ্য তৈরী দোকান ঘরের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে মদের বোতল। রাতের অন্ধকারে এখন এই সবও শুরু হয়েছে, অভিযোগ ব্যবসায়ীদের। অন্যদিকে বাজারের বিভিন্ন জায়গায় চোখে পড়ে আবর্জনার স্তূপ। এই নিয়েও ব্যবসায়ীদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।

advertisement

View More

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

Surajit Dey

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: সদ্য তৈরী মার্কেটের এ কি অবস্থা! যেন অঘোষিত সার্বজনীন শৌচালয়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল