অনেকেই আবার কাজের সন্ধানে চলে গেছেন ভিন রাজ্যে। জলপাইগুড়ি জেলা পরিষদ ও ধূপগুড়ি পুরসভার থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও এখনও মিলছে না দোকান। এদিকে সামনে পুজো, কি করবে তারা এই অবস্থায়। এদিকে এই মার্কেটে ঢুকতে গেলেই যেন নাক জ্বলে যায় তীব্র গন্ধে। না! রাতের অন্ধকারে নয়, দিনের বেলাতেও ব্যবসায়ী থেকে শুরু করে বাজার করতে আসা মানুষ, যারা একটু ভদ্র, বাধ্য হয়ে এই জায়গাকেই এখন অঘোষিত বাথরুম হিসেবে ধরে নিয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ কিক বক্সিংয়ে ইতালিতে পদক জয় জলপাইগুড়ির প্রিয়াঙ্কার
কারণ এত বড় বাজার চত্বরে নেই কোন বাথরুমের ব্যবস্থা। এতো গেল নিচের তলার চিত্র। দ্বিতীয় তলে উঠে দেখা গেল, সদ্য তৈরী দোকান ঘরের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে মদের বোতল। রাতের অন্ধকারে এখন এই সবও শুরু হয়েছে, অভিযোগ ব্যবসায়ীদের। অন্যদিকে বাজারের বিভিন্ন জায়গায় চোখে পড়ে আবর্জনার স্তূপ। এই নিয়েও ব্যবসায়ীদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
Surajit Dey