TRENDING:

Jalpaiguri News: মাথার উপর ভেঙে পড়ল ক্রেন! মহারাষ্ট্রে শেষ ডুয়ার্সের দুই পরিযায়ী শ্রমিকের জীবন

Last Updated:

মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু জলপাইগুড়ির দু'জনের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: সোমবার গভীর রাতে কাজ চলাকালীন মহারাষ্ট্রের থানেতে একদল শ্রমিকের উপর ভেঙে পড়েছি ক্রেন। সেই ভয়ঙ্কর দুর্ঘটনার খবর জাতীয় সংবাদমাধ্যমে ব্রেকিং হয়। বেশ কিছু শ্রমিকের মৃত্যু হয় তাতে। মারাঠাভূমের সেই ভয়াবহ দুর্ঘটনায় যে জের পৌঁছল ডুয়ার্সে। ক্রেন ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে জলপাইগুড়ির দুই পরিযায়ী শ্রমিকের।
advertisement

আরও পড়ুন: চিকিৎসায় কিছুটা সুস্থ বুদ্ধবাবু! চাইছেন বাড়ি যেতে, রয়েছেন বাইপ্যাপ সাপোর্টে

এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে থানের শাহপুর অঞ্চলে। তাতে মৃত্যু হয়েছে জলপাইগুড়ির গণেশ রায় (৪৩) ও প্রদীপ রায়ের (৩৪)। দু’জনেই জীবিকার সন্ধানে মহারাষ্ট্রে গিয়েছিলেন। সেখানে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। মৃত গণেশ রায়ের বাড়ি ধূপগুড়ির ঝাড়আলতা-১ পঞ্চায়েতের পশ্চিম ডাউকিমারী গ্রামে। অপর মৃত প্রদীপ রায়ের বাড়ি ওই এলাকারই উত্তর কাঠুলিয়া গ্রামে।

advertisement

View More

মৃতদের পরিবার জানিয়েছে, এলাকায় কোন‌ও কাজ না থাকায় তাঁরা বাধ্য হয়েছিলেন মহারাষ্ট্রে যেতে। মাত্র ছয় মাস আগে তাঁরা সেখানে গিয়েছিলেন। অন্যান্য দিনের মতোই সোমবার রাতেও কাজ চলছিল। কিন্তু কোনোভাবে একটি ভারী ক্রেন উপর থেকে একদল শ্রমিকের উপর ভেঙে পড়ে। তাতে অনেকের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যাবার হয়েছিল। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

advertisement

মৃত গণেশ রায়ের বাড়িতে মা, স্ত্রী ছাড়াও দুই মেয়ে ও এক ছেলে আছে। অপরদিকে প্রদীপ রায়ের পরিবারে স্ত্রী ও দুই ছেলে রয়েছেন। তাঁরাই পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। সেই তাঁদের মৃত্যুতে কীভাবে সংসার চলবে সেটাই এখন বড় প্রশ্ন।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: মাথার উপর ভেঙে পড়ল ক্রেন! মহারাষ্ট্রে শেষ ডুয়ার্সের দুই পরিযায়ী শ্রমিকের জীবন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল