তবে এবারেও কমলাপ্রেমীদের ভরসা সেই ভুটান আর নাগপুরের লেবু। জলপাইগুড়ির একটি বাজারেও দেখা নেই দার্জিলিং-এর কমলার। নাগপুর আর ভুটানের লেবুই বাজারে বিকোচ্ছে দেদার। খেতেও যেমন মিষ্টি, দামও সাধারণ মানুষের সাধ্যের মধ্যে।
আরও পড়ুন: বিষ্ণুপুর পুরসভায় মোটা মাইনের চাকরি! জেনে নিন বিস্তারিত
আবহাওয়ায় দফতরের পূর্বাভাস কয়েক দিনের মধ্যেই পরিবর্তন হবে তাপমাত্রার। তবে এই মুহূর্তে চিরাচরিত দার্জিলিংয়ের কমলা লেবুর দেখা না পাওয়ায় অগত্যা সেই নাগপুরেরই জয়জয়কার। তার সঙ্গে পাল্লা দিচ্ছে ভুটানের কমলাও। এই দুই জায়গায় কমলালেবু খেতেও ভাল, দামও মাত্র ৫ টাকা করে। আকারে যেগুলো বড় সেগুলির দাম মাত্র ১০ টাকা।
advertisement
আরও পড়ুন: সংঘাতিক এই প্রাণীর কামড়ে আহত ১০! আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা
কমলালেবুর গুণও আছে অনেক। কমলালেবুতে থাকা ভিটামিন C শরীরের রোগ প্রতিরোষ ক্ষমতা বাড়ায়। আবার অন্যদিকে, কমলালেবু বা মৌসাম্বির মতো সাইট্রাস ফলগুলি ডায়াবেটিক রোগীদের জন্যেও অত্যন্ত উপকারী। তাই ফাইবার, ভিটামিন C এবং পটাশিয়াম সমৃদ্ধ কমলালেবু থাকতেই পারে মধুমেহ রোগীদের খাদ্য তালিকাতেও।
সুরজিৎ দে