TRENDING:

Chili Price : ঝড়বৃষ্টিতে বিশাল ক্ষতি লঙ্কা চাষে! লঙ্কা কিনতে ঘাম ছুটতে পারে! বাড়বে কী দাম? জানুন

Last Updated:

Chili Price : লঙ্কা চাষে বিশাল ক্ষতি। এবার কী তবে আগুন হবে লঙ্কার দাম? জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি : দিন কয়েক আগেই ঝড়ের ফলে ব্যাপক ক্ষতির মুখে লঙ্কা চাষীরা। লাভের গুড় পিঁপড়েতে খাবার মতো অবস্থা। গত বুধবার সকাল পর্যন্ত অন্যান্য কৃষকদের মতো কিছুটা লাভের আশায় বুক বেঁধে ছিলেন জলপাইগুড়ি সদর ব্লকের তিস্তা পাড়ের সুকান্ত নগরের স্বপন সরকার। তবে খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বপন বাবুর দেখা লাভের আশা।গোধূলিতে ধেয়ে আসে চৈতালি ঝড় সঙ্গে শিলা বৃষ্টি।
advertisement

নিমেষেই বিঘার পর বিঘা জমির লঙ্কা গাছ ঝড়ো হাওয়া এবং শিলের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায়। শুধুই যে স্বপন বাবু তা নয়, তিস্তা পাড়ে কম বেশী প্রায় পনেরো বিঘা জমির ফসল সহ লঙ্কা গাছ ক্ষতিগ্রস্থ হয়। শুক্রবার সকালে নিজের ক্ষতিগ্রস্ত লঙ্কা ক্ষেতে দাঁড়িয়ে কৃষক স্বপন সরকার জানান, এবারে রোগ পোকার হাত থেকে গাছ বাঁচাতে মালচিং পদ্ধতিতে লঙ্কা চাষ করেছিলাম।সব ঠিকই চলছিল, বুধবারের ঝড় শিলা বৃষ্টিতে যা ক্ষতি হয়েছে তাতে কতটা কি লাভ হবে তাতে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।

advertisement

আরও পড়ুন: সাদা বরফে ঢাকল মেদিনীপুর! বৃষ্টির শুরুতেই চমৎকার!

হঠাৎ এই ক্ষতির সম্মুখীন হওয়ায় লঙ্কার দাম খানিক চড়া হবে এমনটাই আশঙ্কা কৃষকদের। প্রসঙ্গত, বর্ষাকালে বারংবার বৃষ্টির জন্য এমনিতেই লঙ্কা সহ বিভিন্ন ফসলের ক্ষতির সম্মুখীন হতে হয় কৃষকদের। তাই বর্ষা না পড়তে গ্রীষ্মের মধ্যেই লঙ্কার দাম বাড়লে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষেরও অসুবিধা হবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Chili Price : ঝড়বৃষ্টিতে বিশাল ক্ষতি লঙ্কা চাষে! লঙ্কা কিনতে ঘাম ছুটতে পারে! বাড়বে কী দাম? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল