TRENDING:

Jalpaiguri News: জলপাইগুড়িতে শেষ মুহূর্তে জমজমাট ছট পুজোর বাজার

Last Updated:

আজ রাত পোহালেই শুরু,রবিবার বিকেলে ঘাট নেমন্তন্ন। শেষ মুহূর্তে জলপাইগুড়ির বিভিন্ন বাজার ছাড়াও পথের ধারে বিক্রি হচ্ছে বাঁশ এর ঝুড়ি, কুলো, সহ ছট পুজোর নানাসামগ্রী। পাশাপাশি ভিড় উপছে পরছে সবজি সহ ফলেরবাজারেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি : আজ রাত পোহালেই শুরু,রবিবার বিকেলে ঘাট নেমন্তন্ন। শেষ মুহূর্তে জলপাইগুড়ির বিভিন্ন বাজার ছাড়াও পথের ধারে বিক্রি হচ্ছে বাঁশ এর ঝুড়ি, কুলো, সহ ছট পুজোর নানাসামগ্রী। পাশাপাশি ভিড় উপছে পরছে সবজি সহ ফলের বাজারেও। সব মিলিয়ে শনিবার বিকেলে জমজমাট জলপাইগুড়ির ছট পুজোর কেনা কাটা।
ছট পুজোর বাজার উপচে পড়া ভিড় 
ছট পুজোর বাজার উপচে পড়া ভিড় 
advertisement

পাশাপাশি ইতিমধ্যেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন ছট ঘাট গুলো সাজিয়ে তুলেছে ছট ব্রতী পরিবারের সদস্যরা। মূলত করলা নদীর দু পারে আয়োজন হয়ে থাকে ছট পুজোর। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন ছট ঘাট পরিদর্শন করে বিভিন্ন সতর্কতা মূলক ব্যবস্থা খতিয়ে দেখেছে। অন্য দিকেডুয়ার্সের বিভিন্ন জায়গায় ছট পুজাকে কেন্দ্র করে ভক্তির পরিবেশ সৃষ্টি হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ সম্প্রীতির বার্তা নিয়ে ভিনটেজ কার র‍্যালি, পৌঁছল কলকাতা থেকে ডুয়ার্সে

উল্লেখ্য দুর্গা পুজো বিসর্জনের সময় মাল নদীতে হরপা বানে ভেসে গিয়ে ৮ জনের মৃত্যু হয়। এরপর থেকে মাল নদীতে নামা নিয়ে কড়াকড়ি করেছে পুলিশ প্রশাসন। পাহাড়ি এলাকার এইসব নদীতে যখন তখন জল চলে আসে। তাই ছট পুজো কমেটিগুলো সরকারি নির্দেশ মেনে ঘাট তৈরি করার কথা বলেছে। সেই মতোআজ ওদলাবাড়ি চেল নদী ঘাটে চলছে ঘাট তৈরির কাজ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Surajit Dey

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: জলপাইগুড়িতে শেষ মুহূর্তে জমজমাট ছট পুজোর বাজার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল