বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়ির কোরক হোমের আবাসিকদের ভাইফোঁটা দিল ছোট ছোট বোনেরা। এই হোমের বিভিন্ন সম্প্রদায়ের ভাইদের কপালেও ফোঁটা দিল বোনেরা।
#জলপাইগুড়ি : বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়ির কোরক হোমের আবাসিকদের ভাইফোঁটা দিল ছোট ছোট বোনেরা। এই হোমের বিভিন্ন সম্প্রদায়ের ভাইদের কপালেও ফোঁটা দিল বোনেরা। সম্প্রীতির এই ভাইফোঁটা দেখার জন্য বৃহস্পতিবার জলপাইগুড়ির সরকারি কোরক হোমে উপস্থিত ছিলেন শহরের কয়েকশো মানুষ। ছিলেন জলপাইগুড়ির বিভিন্ন সরকারি আধিকারিকরা ও হোমের সুপার দেবব্রত দেবনাথ সহ শহরের বিশিষ্টজনেরাও।