Jalpaiguri News: জমজমাট জলপাইগুড়ির কালীপুজো! রাতভর দর্শনার্থীদের ঢল মণ্ডপে মণ্ডপে
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
দীপান্বিতার আরাধনা মেতে উঠেছে শহর জলপাইগুড়ি।প্রথমে জলপাইগুড়ি এবার নজর কাড়াপ্যান্ডেল। টুইন টাওয়ার মালেশিয়ার টুইন টাওয়ার দেখতে প্রায় উদ্বোধনের আগেথেকে ভিড় উপচে পড়ছে জলপাইগুড়ি শহরের দাদাভাই ক্লাব ও পাঠাগার তাদের এ বছর ৪৫ তম বর্ষে পদার্পণ করেছে।
#জলপাইগুড়ি : দীপান্বিতার আরাধনা মেতে উঠেছে শহর জলপাইগুড়ি।প্রথমে জলপাইগুড়ি এবার নজর কাড়া প্যান্ডেল। টুইন টাওয়ার মালেশিয়ার টুইন টাওয়ার দেখতে প্রায় উদ্বোধনের আগেথেকে ভিড় উপচে পড়ছে জলপাইগুড়ি শহরের দাদাভাই ক্লাব ও পাঠাগার তাদের এ বছর ৪৫ তম বর্ষে পদার্পণ করেছে। নবারুল সংঘ তাদের এ বছরের থিম কেদারনাথের মন্দির সেই মন্দিরে আদলে তৈরি করেছে তারা পুরো মন্দ লোকটাকে শ্বেত পাথর এবং টাইলস দিয়ে।
এ বছর পুজো ৬৫তম বর্ষের পদার্পণ করেছে তাদের এই পুজো মন্ডপে দেখতেও রাতভর ভীড় কারণ তারা প্রতিবছর শহর জলপাইগুড়ি কে নতুনত্ব কিছু উপহার দিয়ে থাকে। অন্যদিকে জলপাইগুড়ির পুরো আলোকসজ্জা সেজে উঠেছে জলপাইগুড়ির যুব কল্যাণ সমিতির মাসকালাবাড়ির পুজো। তাদের এ বছর পুতুলের দেশ সেই পুতুলের দেশ দেখতে মানুষের কচিকাঁচাদের ভীড়।
advertisement
advertisement
অন্যদিকে শহর জলপাইগুড়ির বিভিন্ন ক্লাব গুলিতে দেখা যাচ্ছে যে অন্দরমহল কোথাও আবার ভুতুরা মহল সেই দেখতেও মানুষ লাইন দিয়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছে কারন এই ভূতের যে একটা স্বাভাবিক একটা আলাদা আকর্ষণ ভূত এবং পাহাড় সেই মহলটাও শহর জলপাইগুড়ি দেখতে একটু আগ্রহী শহর জলপাইগুড়ির মানুষ।
advertisement
Surajit Dey
view commentsLocation :
First Published :
October 26, 2022 7:38 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: জমজমাট জলপাইগুড়ির কালীপুজো! রাতভর দর্শনার্থীদের ঢল মণ্ডপে মণ্ডপে