TRENDING:

Jalpaiguri News: তীব্র গরমে পুকুরে,নদীতে ঝাঁপিয়ে স্নানের দিন শেষ! বিরাট সিদ্ধান্ত নিল প্রশাসন

Last Updated:

জলে শান্তির স্নান আর নয়, জারি হল স্নানে নিষেধাজ্ঞা! পুকুর-নদী যে মৃত্যুফাঁদ! জলপাইগুড়িতে প্রশাসনের কড়া বার্তা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: জলে শান্তির স্নান আর নয়, জারি হল স্নানে নিষেধাজ্ঞা!পুকুর-নদী যে মৃত্যুফাঁদ!জলপাইগুড়িতে প্রশাসনের কড়া বার্তা। কিন্তু কেন?গরমে হাঁসফাঁস করা মানুষের কাছে একটুখানি জলের ছোঁয়া মানে যেনো পরম শান্তি। কেউ আসেন বৈকুণ্ঠপুর রাজবাড়ির ঐতিহ্যবাহী পুকুরে, কেউ বা ডুয়ার্সের মূর্তি নদীর নীল জলে ভেসে একটু স্বস্তির খোঁজে। কিন্তু এবার সেই স্বস্তির জায়গাগুলিতেই জারি হয়েছে নিষেধাজ্ঞা।
advertisement

জেলা প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে বৈকুণ্ঠপুর রাজবাড়ির কোটা পুকুরে স্নান একেবারেই নিষিদ্ধ। কিছুদিন আগেই এক যুবকের মৃত্যু ঘটা এই পুকুরে প্রশাসন ঝুঁকির কথা মাথায় রেখে স্নান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। পুকুরের চারপাশে লাগানো হয়েছে সতর্কীকরণ ব্যানার‘ঝুঁকিপূর্ণ পুকুর, স্নান নিষিদ্ধ’। অথচ এই পুকুর ঘিরে গড়ে উঠেছে বহু স্মৃতি। এখানেই বহু মানুষ সাঁতার শিখেছে, মন্দিরে পুজো দিয়ে পুকুরঘাটে বসে কাটিয়েছে সকালবেলা।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

আরও পড়ুন: বিনা খরচে নিট-জয়েন্টের প্রস্তুতি, উচ্চ মাধ্যমিকে কত পেলে আবেদন করা যায়? সরকারের ‘যোগ্যশ্রী’ প্রকল্প জানুন

View More

অন্যদিকে, ডুয়ার্সের জনপ্রিয় পর্যটন কেন্দ্র মূর্তি নদীতেও এবার স্নান নিষিদ্ধ। বর্ষাকালে নদীর জল বিপজ্জনকভাবে বেড়ে যায়, স্রোতও হয়ে ওঠে প্রাণঘাতী। বনদফতর জানিয়েছে, এই সময় নদীতে নামা মানে জীবন নিয়ে বাজি ধরা। নিয়ম অমান্য করলে কড়া আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্ত মানুষকে হয়তো হতাশ করবে, কিন্তু তা নিরাপত্তার স্বার্থেই। তবু বহু স্মৃতিতে গাঁথা পুকুর ও নদী আজও হতাশ মনের ফাঁকেই উঁকি দেয় অনেকের।

advertisement

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: তীব্র গরমে পুকুরে,নদীতে ঝাঁপিয়ে স্নানের দিন শেষ! বিরাট সিদ্ধান্ত নিল প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল