জেলা প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে বৈকুণ্ঠপুর রাজবাড়ির কোটা পুকুরে স্নান একেবারেই নিষিদ্ধ। কিছুদিন আগেই এক যুবকের মৃত্যু ঘটা এই পুকুরে প্রশাসন ঝুঁকির কথা মাথায় রেখে স্নান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। পুকুরের চারপাশে লাগানো হয়েছে সতর্কীকরণ ব্যানার‘ঝুঁকিপূর্ণ পুকুর, স্নান নিষিদ্ধ’। অথচ এই পুকুর ঘিরে গড়ে উঠেছে বহু স্মৃতি। এখানেই বহু মানুষ সাঁতার শিখেছে, মন্দিরে পুজো দিয়ে পুকুরঘাটে বসে কাটিয়েছে সকালবেলা।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
অন্যদিকে, ডুয়ার্সের জনপ্রিয় পর্যটন কেন্দ্র মূর্তি নদীতেও এবার স্নান নিষিদ্ধ। বর্ষাকালে নদীর জল বিপজ্জনকভাবে বেড়ে যায়, স্রোতও হয়ে ওঠে প্রাণঘাতী। বনদফতর জানিয়েছে, এই সময় নদীতে নামা মানে জীবন নিয়ে বাজি ধরা। নিয়ম অমান্য করলে কড়া আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্ত মানুষকে হয়তো হতাশ করবে, কিন্তু তা নিরাপত্তার স্বার্থেই। তবু বহু স্মৃতিতে গাঁথা পুকুর ও নদী আজও হতাশ মনের ফাঁকেই উঁকি দেয় অনেকের।
সুরজিৎ দে