TRENDING:

Jalpaiguri News: সম্প্রীতির বার্তা নিয়ে ভিনটেজ কার র‍্যালি, পৌঁছল কলকাতা থেকে ডুয়ার্সে

Last Updated:

আন্তর্জাতিক ক্লাসিক কার র‍্যালিকলকাতা থেকে যাত্রা শুরু করে ইতিমধ্যেই ডুয়ার্সের চালসায় পৌঁছেছে। এই ক্ল্যাসিক কার র‍্যালির মূল উদ্দেশ্য হলো- বাংলা, আসাম, ভুটান ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে বিভিন্ন ধরনের পোশাকের সাথে বিভিন্ন ধর্মের সম্প্রীতির অবস্থানকে খুঁজে বের করা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি : আন্তর্জাতিক ক্লাসিক কার র‍্যালিকলকাতা থেকে যাত্রা শুরু করে ইতিমধ্যেই ডুয়ার্সের চালসায় পৌঁছেছে। এই ক্ল্যাসিক কার র‍্যালির মূল উদ্দেশ্য হলো- বাংলা, আসাম, ভুটান ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে বিভিন্ন ধরনের পোশাকের সাথে বিভিন্ন ধর্মের সম্প্রীতির অবস্থানকে খুঁজে বের করা। এছাড়া আটটি দেশ থেকে আসা সদস্যরা বন ও পাহাড়ের কাছাকাছিও পৌঁছতে চান... পাশাপাশি সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করে তা বিশ্বের দরবারে তুলে ধরতে চান। আন্তর্জাতিক ক্লাসিক কার র‍্যালিটি কলকাতা থেকে শুরু করে পার্শবর্তী ভুটান, আসাম, সহ বাংলাদেশের মধ্য দিয়ে ঘুরে ফের কলকাতায় ফিরে যাত্রার সমাপ্তি করবে বলে জানিয়েছেন ক্লাসিক কার র‍্যালি দলের নেতা ব্রুনো লিনেন।
advertisement

তিনি বেলজিয়ামের ব্রাসিল সিটির বাসিন্দা। তিনি বলেন, ভারত, ভুটান ও বাংলাদেশের সাথে এই বিশাল মানব জগতের মানুষের সংস্কৃতির বিস্ময়কর সমন্বয়কে নতুন রূপে দেখাই এই সমাবেশের মূল উদ্দেশ্য। এই সমাবেশে রয়েছে বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ফিনল্যান্ড ও নেদারল্যান্ড। এই ক্লাসিক কার র‍্যালিতে মোট আটটি দেশ অংশগ্রহণ করেছে। ১৯৩৪ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তৈরী বিভিন্ন গাড়ি এই র‍্যালিতে অংশ নিয়েছে।

advertisement

আরও পড়ুনঃ সরকারি বাসের সাথে ট্রাকের সংঘর্ষ! আহত কমপক্ষে ১৬ জন যাত্রী

আমাদের এই ক্লাসিক কার র‍্যালিতে বিভিন্ন ধরনের ভিনটেজ গাড়ি রয়েছে। জাগুয়ার, ব্যান্ডলি, অ্যাস্টন মার্টিন এই গাড়িটি জেমস বন্ড চলচ্চিত্র এবং ওল্ডমার্কেও ব্যবহৃত হয়েছিল। এই সমস্ত গাড়িগুলি কলকাতা থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে সিকিমের পেলিং শহরে ঘুরে কালিম্পং হয়ে ডুয়ার্সে রাত্রিবাস করে ক্লাসিক কার সদস্যরা অগ্রসর হতে চলেছে নিজ পথে। আজ সকালে তারা ডুয়ার্সের চালসা হয়ে ভুটানের উদ্দেশ্যে পাঁচ দিনের যাত্রায় রওনা হয়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

Surajit Dey

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: সম্প্রীতির বার্তা নিয়ে ভিনটেজ কার র‍্যালি, পৌঁছল কলকাতা থেকে ডুয়ার্সে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল