তিনি বেলজিয়ামের ব্রাসিল সিটির বাসিন্দা। তিনি বলেন, ভারত, ভুটান ও বাংলাদেশের সাথে এই বিশাল মানব জগতের মানুষের সংস্কৃতির বিস্ময়কর সমন্বয়কে নতুন রূপে দেখাই এই সমাবেশের মূল উদ্দেশ্য। এই সমাবেশে রয়েছে বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ফিনল্যান্ড ও নেদারল্যান্ড। এই ক্লাসিক কার র্যালিতে মোট আটটি দেশ অংশগ্রহণ করেছে। ১৯৩৪ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তৈরী বিভিন্ন গাড়ি এই র্যালিতে অংশ নিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ সরকারি বাসের সাথে ট্রাকের সংঘর্ষ! আহত কমপক্ষে ১৬ জন যাত্রী
আমাদের এই ক্লাসিক কার র্যালিতে বিভিন্ন ধরনের ভিনটেজ গাড়ি রয়েছে। জাগুয়ার, ব্যান্ডলি, অ্যাস্টন মার্টিন এই গাড়িটি জেমস বন্ড চলচ্চিত্র এবং ওল্ডমার্কেও ব্যবহৃত হয়েছিল। এই সমস্ত গাড়িগুলি কলকাতা থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে সিকিমের পেলিং শহরে ঘুরে কালিম্পং হয়ে ডুয়ার্সে রাত্রিবাস করে ক্লাসিক কার সদস্যরা অগ্রসর হতে চলেছে নিজ পথে। আজ সকালে তারা ডুয়ার্সের চালসা হয়ে ভুটানের উদ্দেশ্যে পাঁচ দিনের যাত্রায় রওনা হয়।
Surajit Dey