TRENDING:

Jalpaiguri News: বন্ধ বাগান! দীপাবলীর আগেই অন্ধকারে কয়েকশো চা শ্রমিক পরিবার!

Last Updated:

মুখ্যমন্ত্রী রয়েছেন জেলায়, সেই সময়ই সরকারের ঘোষিত বকেয়া নিম্নতম মজুরি না দিয়েই রাতের অন্ধকারে চা বাগান ছাড়লো মালিকপক্ষ, দীপাবলির আগেই অন্ধকার নেমে এলো কয়েকশো শ্রমিক পরিবারের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি : মুখ্যমন্ত্রী রয়েছেন জেলায়, সেই সময়ই সরকারের ঘোষিত বকেয়া নিম্নতম মজুরি না দিয়েই রাতের অন্ধকারে চা বাগান ছাড়লো মালিকপক্ষ, দীপাবলির আগেই অন্ধকার নেমে এলো কয়েকশো শ্রমিক পরিবারের। জলপাইগুড়ি কতোয়ালি থানার বেরুবাড়ি এলাকায় অবস্থিত অমর পুর চা বাগান, প্রায় চারশো শ্রমিক মঙ্গলবার সকাল হতেই অন্ধকারে ডুবে গেলেন, কারণ বাগান কর্তৃপক্ষ কাজ বন্ধের নোটিস দিয়ে রাতের অন্ধকারে বাগান ছেড়ে চলে গিয়েছে। দীর্ঘদিন থেকেই রাজ্যে সরকার ঘোষিত নিম্নতম মজুরি শ্রমিকদের দিতে গড়িমসি করে আসছিলো বাগান কর্তৃপক্ষ।
advertisement

নিজেদের অধিকার পেতে আন্দোলন শুরু করে শ্রমিকেরা, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিষয়টি সংশ্লিষ্ট সব মহল কে জানানোর পরেও মালিক পক্ষ কোনো ব্যবস্থা নেয় নি, এমন টাই অভিযোগ অমর পুর চা বাগানের শ্রমিকদের। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন জেলায় প্রশাসনিক বৈঠক করছেন, ঠিক সেই সময়ই কাজ বন্ধের নোটিস ঝুলিয়ে চা বাগান ছেড়ে চলে গিয়েছে কর্তৃপক্ষ। যার ফলে আসন্ন দীপাবলীর আগেই গভীর অন্ধকার নেমে এসেছে বাগানের চারশো শ্রমিক পরিবারে।

advertisement

আরও পড়ুনঃ দীপাবলিতে তেলে নয়, জল দিয়ে জ্বলবে প্রদীপ! দেখুন ভিডিও

 

View More

 

মঙ্গলবার কাজ বন্ধের নোটিস দেখে বিক্ষোভে ফেটে পড়েছে অমর পুর চা বাগানের শ্রমিকেরা। শুরু হয়েছে আন্দোলন। এই প্রসঙ্গে সিটুর শ্রমিক নেতা পীযুষ মিশ্র জানান, দীর্ঘদিন থেকে মালিকপক্ষ ন্যুনতম মজুরি দিচ্ছিলো না, আজকে কাজ বন্ধের নোটিস টাঙিয়ে চলে গিয়েছে, তবে শ্রমিক রাও জানে নিজেদের অধিকার কি ভাবে ছিনিয়ে আনতে হয়। ওপর দিকে শ্রমিক সন্ধ্যা রায় বলেন, আমরা সরকার দ্বারা ঠিক করে দেওয়া ন্যায্য মজুরি চাই ছিলাম, আজ মালিকপক্ষ বাগানে কাজ বন্ধের নোটিস দিয়ে চলে গেছে।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
ভাইফোঁটায় হিট 'আবার খাবো'! মালদহে বাজার গরম, ৬ থেকে ৩০ হরেক রকম মিষ্টি
আরও দেখুন

Surajit Dey

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: বন্ধ বাগান! দীপাবলীর আগেই অন্ধকারে কয়েকশো চা শ্রমিক পরিবার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল