নিজেদের অধিকার পেতে আন্দোলনও শুরু করে শ্রমিকেরা, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিষয়টি সংশ্লিষ্ট সব মহল কে জানানোর পরেও মালিক পক্ষ কোনো ব্যবস্থা নেয় নি, এমন টাই অভিযোগ অমর পুর চা বাগানের শ্রমিকদের। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন জেলায় প্রশাসনিক বৈঠক করছেন, ঠিক সেই সময়ই কাজ বন্ধের নোটিস ঝুলিয়ে চা বাগান ছেড়ে চলে গিয়েছে কর্তৃপক্ষ। যার ফলে আসন্ন দীপাবলীর আগেই গভীর অন্ধকার নেমে এসেছে বাগানের চারশো শ্রমিক পরিবারে।
advertisement
আরও পড়ুনঃ দীপাবলিতে তেলে নয়, জল দিয়ে জ্বলবে প্রদীপ! দেখুন ভিডিও
মঙ্গলবার কাজ বন্ধের নোটিস দেখে বিক্ষোভে ফেটে পড়েছে অমর পুর চা বাগানের শ্রমিকেরা। শুরু হয়েছে আন্দোলন। এই প্রসঙ্গে সিটুর শ্রমিক নেতা পীযুষ মিশ্র জানান, দীর্ঘদিন থেকে মালিকপক্ষ ন্যুনতম মজুরি দিচ্ছিলো না, আজকে কাজ বন্ধের নোটিস টাঙিয়ে চলে গিয়েছে, তবে শ্রমিক রাও জানে নিজেদের অধিকার কি ভাবে ছিনিয়ে আনতে হয়। ওপর দিকে শ্রমিক সন্ধ্যা রায় বলেন, আমরা সরকার দ্বারা ঠিক করে দেওয়া ন্যায্য মজুরি চাই ছিলাম, আজ মালিকপক্ষ বাগানে কাজ বন্ধের নোটিস দিয়ে চলে গেছে।
Surajit Dey