TRENDING:

Siliguri- সাহিত্য, প্রচ্ছদ ও অলঙ্করণ! শিল্পচর্চার বিভিন্ন চড়াই-উতরাই নিয়ে শিলিগুড়িতে আলোচনা সভা

Last Updated:

সাহিত্য, প্রচ্ছদ ও অলঙ্করণ! শিল্পচর্চার বিভিন্ন চড়াই-উতরাই নিয়ে শিলিগুড়িতে আলোচনা সভা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: সাহিত্যের নাকি কোনও নির্দিষ্ট সীমা হয় না। হয়না কোনও নির্দিষ্ট ভাষা। কোনও সাহিত্যই তার শৈল্পিক ভাবনা আর প্রগতিশীল চিন্তন ছাড়া পূর্ণতা পায় না। তবে অলঙ্করণ? আর নতুন সৃষ্টি তা মুদ্রিত আকারে পাঠকের হাতে এলে, সেই সম্ভারের পোষাক-পরিচ্ছদ; আদতে প্রচ্ছদ ও অলঙ্করণই কি পারে সাহিত্যের বহিঃপ্রকাশ ঘটাতে?
(বামে) বক্তাদের সঙ্গে আলোচনা, (ডানে) কবিতাপাঠে শিপ্রা পাল
(বামে) বক্তাদের সঙ্গে আলোচনা, (ডানে) কবিতাপাঠে শিপ্রা পাল
advertisement

এইসব প্রশ্নের জবাবে ও পাল্টা জবাবে মৃদু শীতের সন্ধ্যায় উষ্ণতার মেজাজ ছড়িয়ে দিয়েছিল উত্তরের কবিমন, শিলিগুড়ি (Uttorer Kobimon, Siliguri) আয়োজিত আলোচনা সভায়। শুক্রবার সন্ধ্যায় উত্তরের কবিমন, শিলিগুড়ি (Uttorer Kobimon, Siliguri) ও বিগ আই আর্ট ফাউন্ডেশন শিলিগুড়ির (Big I Art Foundation Siliguri) যৌথ উদ্যোগে শহরের রামকিঙ্কর প্রর্দশনী কক্ষে 'সাহিত্য, প্রচ্ছদ ও অলঙ্করণ! পারস্পরিক সহাবস্থান' বিষয়ক এক মনোজ্ঞ আলোচনাচক্রের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (University of North Bengal) বাংলা বিভাগের (Bengali Department) অধ্যাপক নিখিলেশ রায়, বিগ আই আর্ট ফাউন্ডেশন শিলিগুড়ির (Big I Art Foundation Siliguri) কর্নধার দীপায়ন ঘোষ, কলকাতার এ.এম. 'আর্ট মাল্টি ডিসিপ্লিন্স' আর্ট কিউরেটর (Art curator) অয়ন মুখোপাধ্যায় এবং উত্তরবঙ্গের বিশিষ্ট চিত্রকর ও কবি-লেখক রাজা। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক, লেখক ও আলোচক শুভময় সরকার, জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজের অধ্যাপক বিশ্বজিৎ রায়। অন্যদিকে শিপ্রা পাল, জনক বর্মন, অরিন্দম ঘোষ সহ মোট ছয়জন কবিতাপাঠের পাশাপাশি উত্তরের কবিমনের সদস্যরা যেমন সৌরভী রায়, দাস, তপব্রত সান্যাল উপস্থিত ছিলেন। এদিনের গোটা অনুষ্ঠানের মঞ্চ সঞ্চালন করেন সন্দীপন দত্ত।

advertisement

বিগ আই আর্ট ফাউন্ডেশন শিলিগুড়ি (Big I Art Foundation Siliguri) কর্নধার দীপায়ন ঘোষ নিউজ ১৮ লোকাল (News 18 Local) বলেন, "উত্তরের সঙ্গে দক্ষিণের মেলবন্ধনে শিলিগুড়িতে আয়োজন করা হল দ্বি-দিবসীয় চিত্র প্রদর্শনীর। শিলিগুড়ি বিগ আই ফাউন্ডেশন ও কলকাতার এ.এম. 'আর্ট মাল্টি ডিসিপ্লিন্স' যৌথ উদ্যোগে শিলিগুড়ি রামকিঙ্কর হলে আয়োজন করা হয় এই দ্বি-দিবসীয় চিত্র প্রদর্শনীর, যার নাম 'লং অ্যান্ড শর্ট অফ ইট'। তারই দ্বিতীয় দিনে এক অনুষ্ঠান হল এই আলোচনা সভা। যেখানে বিভিন্ন উত্তরবঙ্গের বিভিন্ন দিগ্বজরা আলোচনায় অংশগ্রহণের পাশাপাশি বক্তব্য রাখেন। শিল্প ও সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনার সঙ্গে প্রচ্ছদ ও অলঙ্করণ আদৌও কতটা জরুরি সে নিয়েও এক মনোজ্ঞ আলোচনার আয়োজন করা হয়।"

advertisement

দীপায়নবাবুর কথায়, "শিলিগুড়ির বুকে এমন পারস্পরিক মেলবন্ধনের চিত্র প্রদর্শনী হয়ত খুব কমই হয়েছে। আদিত্য বসাক, অতীন বসাক, অরিন্দম চট্টোপাধ্যায়, ছত্রপতী দত্ত, চন্দ্র ভট্টাচার্য, জয়শ্রী চক্রবর্তী, শ্রীকান্ত পালের মতো দিগ্বজদের আঁকা প্রর্দশনী করা, সেইসঙ্গে অয়ন মুখোপাধ্যায়ের মতো কিউরেটরকে এক ছাদের তলায় আনা এক বড় প্রাপ্তি।"

View More

এ প্রসঙ্গে উত্তরের কবিমনের (Uttorer Kobimon, Siliguri) জোড়া সম্পাদক পঙ্কজ ঘোষ ও শুভ্রদীপ রায় নিউজ ১৮ লোকাল (News 18 Local) বলেন, "সাহিত্য, প্রচ্ছদ ও অলঙ্করণ এবং এদের পারস্পরিক সহাবস্থান কতটা জরুরি, বর্তমানের প্রেক্ষাপটে এই নিয়েই গোটা আলোচনাচক্রের আয়োজন। আমরা যারা পাঠক, তারা অনেক সময় বইয়ের প্রচ্ছদ দেখে আকৃষ্ট হয়ে বই কিনি। আবার অনেকেই বইয়ের ভিতরে কিছু লেখা দেখে বা সারমর্ম দেখে বই কিনি। এই দুই শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ কিন্তু বহু সময় ঠকে যান। আবার অনেক শিল্পীরা রয়েছেন যারা বই এর সারমর্ম কিছুটা শুনে প্রচ্ছদ আঁকান। এতে শিল্প ও সাহিত্যের যে পারস্পরিক সহাবস্থান তা কতটা সংগত হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে তরুণদের নিয়েই তাই এই সভা।"

advertisement

পঙ্কজ ও শুভ্রদীপবাবু আরও বলেন, "করোনা (coronavirus) গোটা বিশ্বকে এক নতুন পথে চলতে বাধ্য করেছে। নবীন প্রজন্ম করোনা (coronavirus) ভাইরাসের শিকার হয়ত সবচেয়ে বেশি। পাশাপাশি নবীন প্রজন্মকে নতুনভাবে বিভিন্ন বিষয়ে পরিচিত করতে উত্তরের কবিমন কখনও পিছুপা হয়নি। এবারও আমরা আমাদের সংগঠনের তরফে এই আলোচনা সভার আয়োজন করি। সঙ্গে তরুণ ও বরিষ্ঠ কবিরা তাদের কবিতাপাঠ করেন। এদিনের সন্ধ্যা এককথায় জমজমাট হয়ে উঠেছিল।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Vaskar Chakraborty

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Siliguri- সাহিত্য, প্রচ্ছদ ও অলঙ্করণ! শিল্পচর্চার বিভিন্ন চড়াই-উতরাই নিয়ে শিলিগুড়িতে আলোচনা সভা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল