আরও পড়ুন - গাড়ির বেপরোয়া গতি, পরিণতি হল মর্মান্তিক
সব ঠিকঠাকই চলছিল৷ হঠাৎ রাতের দিকে কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপর রাতেই এক জন ছাত্র এবং এক জন ছাত্রীকে ওদলাবাড়ি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। বর্তমানে দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে চিকিৎসাধীন দুই ছাত্রের নাম কুলদীপ মজুমদার (১০) এবং ছাত্রী রায় কশোরী কির্তনীয়া(৮)।
advertisement
আরও পড়ুন : শাহরুখের নায়িকা হবেন নুসরত? কলকাতায় দেখা হয়নি, নেটমাধ্যমে তাই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন অভিনেত্রী
দু’জনের বাড়ি গাজলডোবার সাত নম্বর কলোনীতে। এই দুই ছাত্রছাত্রীর মা দীপিকা মজুমদার এবং শেফালি কির্তনীয়া বলেন, সম্ভবত স্কুলের বাইরে কোনও গাছে মৌমাছির চাক রয়েছে। সেই চাকে কোনও পাখি ঠোকর দিতেই মৌমাছির দল স্কুলের মধ্যে ঢুকে যায়। তাদের আরও বক্তব্য গতকাল বিকেল পর্যন্ত সব ঠিকঠাকই ছিল কিন্তু রাত হতেই অসুস্থ্য হয়ে পড়ে এই দুইজন ছাত্র। তাই রাতেই হাসপাতালে ভর্তি করতে হয়। তারা জানিয়েছেন যে বাকি ছাত্রছাত্রীরা সুস্থ রয়েছে৷
সুরজিৎ দে