আরও পড়ুন: 'চিরবিদায় আমার সন্তান, বাঁচলে দেখা হবে'! ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এই হৃদয়ভাঙা ছবি ভাইরাল
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ইউটিউব চ্যানেলে 'Why You Wouldn't Survive World War 3' নামে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ওই ভিডিওতে তৃতীয় বিশ্বযুদ্ধের (World War III) আগাম ফলাফল নিয়ে সুস্পষ্ট ব্যখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের মাঝেই এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে।
advertisement
তাতে বলা হয়েছে, এমনিতেই বিগত দু'বছর যাবত করোনাকালে ত্রস্ত গোটা পৃথিবী। এরই মধ্যে তৃতীয় বিশ্ব যুদ্ধ বাঁধলে এবং ওই যুদ্ধে যদি পারমানবিক অস্ত্রের ব্যবহার করা হয়, তাতে পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে মানুষ সহ গোটা জীবকুল। পাশাপাশি পৃথিবীর তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে পারমাণবিক শীত নেমে আসতে পারে পৃথিবীর বুকে। এমনকী পারমানবিক অস্ত্রের কবলে পড়ে মহাকাশ থেকে কৃত্রিম উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট নেমে আসতে পারে পৃথিবীর বুকে। গোটা পৃথিবীর গাছপালা পুড়ে ছাই হয়ে যেতে পারে।
আরও পড়ুন: 'প্রতিদিন সাহায্য চাইছি, কিন্তু...', কিভের হাসপাতাল থেকে ভিডিওবার্তা গুলিবিদ্ধ ভারতীয়র!
তবে বিশেষজ্ঞরা আগাম সতর্কবাণী শোনালেও তাতে বিন্দুমাত্র কর্ণপাত করছেন না রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। ইতিমধ্যেই পৃথিবীর বাকি শক্তিধর দেশগুলিকে পরোক্ষে হুমকি দিয়ে পুতিন ঘোষণা করেছেন ইউক্রেনের হয়ে যে দেশ তাদের সামনে আসবে তাকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এরই মধ্যে অবশ্য পুতিনের হুমকিকে উপেক্ষা করে মহাশক্তিধর দেশ রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে গোটা বিশ্বের ১৪০টি দেশ। শেষ পর্যন্ত কি পিছু হটবে রাশিয়া, তৃতীয় বিশ্বযুদ্ধ কি এড়ানো যাবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন!