TRENDING:

৪ দিনে দাম বাড়ল ৪০০ টাকা...! বাংলাদেশেই ইলিশ মাছে ছ্যাঁকা! আজকের 'রেট' কত জানেন? চমকে উঠবেন শুনলেই!

Last Updated:
Ilish Price Hike: বর্ষাকাল মানেই ইলিশ। রুপোলি শস্যের খোঁজে বাজারে বাজারে ভিড় করেন ভোজনরসিক বাঙালি। প্রতিবছর এই মরশুমে ইলিশ সুখ করে নেন মৎস্যপ্রেমীরা। বর্ষায় নদীনালা ভরে উঠলেই মৎস্যজীবীদের জালে ওঠে প্রচুর পরিমাণে রূপোলি শষ্য। যোগান বাড়লে দামও আসে সাধ্যের মধ্যে।
advertisement
1/8
৪ দিনে দাম বাড়ল ৪০০ টাকা...! বাংলাদেশেই ইলিশ মাছে ছ্যাঁকা! আজকের রেট কত জানেন? চমকে উঠবেন!
বর্ষাকাল মানেই ইলিশ। রুপোলি শস্যের খোঁজে বাজারে বাজারে ভিড় করেন ভোজনরসিক বাঙালি। প্রতিবছর এই মরশুমে ইলিশ সুখ করে নেন মৎস্যপ্রেমীরা। বর্ষায় নদীনালা ভরে উঠলেই মৎস্যজীবীদের জালে ওঠে প্রচুর পরিমাণে রূপোলি শষ্য। যোগান বাড়লে দামও আসে সাধ্যের মধ্যে।
advertisement
2/8
কিন্তু এবছর যেন উল্টো। শুধু কলকাতায় নয়, বাংলাদেশের বাজারেও ইলিশের হাহাকার। মরশুমের শুরু থেকে শেষ হতে চলেছে, অথচ কমই থেকে গিয়েছে ইলিশের যোগান। ফলত বাজারে বাজারে লাফিয়ে বাড়ছে মাছের দাম। মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে যাচ্ছে ইলিশ।
advertisement
3/8
বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, চাঁদপুরে যথেষ্ট পরিমাণে ইলিশ না উঠলেও প্রতিদিন প্রায় ৪০০-৫০০ মণ মাছ উঠছে বাজারে। গত চার দিনে প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা বেড়েছে দাম।
advertisement
4/8
ফলে কার্যত মাথায় হাত পড়েছে ইলিশপ্রেমীদের। সংবাদ মাধ্যম সূত্রে খবর, দেশের বিভিন্ন এলাকায় চাঁদপুরের ইলিশের চাহিদা বেড়েছে। কিন্তু মাছগুলি কোথায় চলে যাচ্ছে তা বুঝে উঠতে পারছেন না বিক্রেতারা।
advertisement
5/8
বর্তমানে ভরা মরশুমেও ইলিশের দাম আগুন। ৫০০-৮০০ গ্রামের ইলিশই বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৫০০-১৮০০ টাকায়। দাম এক কেজির উপরে হলেই পৌঁছে যাচ্ছে ২৫০০-২৬০০ টাকায়। এমতাবস্থায় কবে দাম কমবে ইলিশের, সেই আশায় রয়েছেন ক্রেতারা।
advertisement
6/8
চাঁদপুরের বাজারে আগুন দাম: বাংলাদেশের চাঁদপুরের বাজার ইলিশের জন্য খুবই বিখ্যাত। বিভিন্ন স্থানের পাইকারি ব্যবসায়ীরাও ভিড় জমান ফি বছর ইলিশের মরশুমে। পাশাপাশি স্থানীয় ক্রেতারাও সরাসরি এখান থেকেই কিনে নিয়ে যান রূপোলি শষ্য। কিন্তু এবার সেই বাজারেই হা-হুতাশ!
advertisement
7/8
কেন বেড়েছে এত দাম: বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে, এই মুহূর্তে ইলিশের ভরা মরশুম চলায় ঘাট থেকে সরবরাহ বেড়েছে। তাই সরকারের তরফে মাছ রফতানির উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রেতা বিক্রেতাদের দাবি, এর জেরেই বেড়েছে মাছের দাম। অনেক পাইকারি ব্যবসায়ীরা মাছ কিনে নিয়ে যাচ্ছে। তার জেরে বড় মাছগুলির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে।
advertisement
8/8
বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতির কথায় মাছের সরবরাহ কম, এতে দামে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে ইলিশের সরবরাহ বাড়লে দামে আর প্রভাব পড়বে না বলেই মনে করছেন তিনি।
বাংলা খবর/ছবি/বিদেশ/
৪ দিনে দাম বাড়ল ৪০০ টাকা...! বাংলাদেশেই ইলিশ মাছে ছ্যাঁকা! আজকের 'রেট' কত জানেন? চমকে উঠবেন শুনলেই!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল