TRENDING:

মোটেই খুশি নেই পৃথিবী, কোন দেশে কোথায় দাঁড়িয়ে জানেন

Last Updated:

খুশি থাকতে ভালো লাগছে না কারোর ৷ সকলেই এখন অসুখী এবং অখুশি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউইয়র্ক: আপনি খুশি আছেন না নেই ৷ কিম্বা ভাবছেন আপনিই বোধহয় শুধু খুশি নেই ৷ কিন্তু আপনার ভাবনা ভুল ৷ আপনি একাই নন গোটা দুনিয়ার মানুষই খুশি নেই ৷ গোটা পৃথিবীই দুঃখে ৷
advertisement

সম্প্রতি ‘হ্যাপিনেস ইনডেক্স’ মাপক একটি রিসার্চে এটা সবচেয়ে দুঃখের বছর ৷ আর সেটা এক যুগের হিসেবে ৷ শেষ দশ বছরে ২০১৭ সবচেয়ে দুঃখের বছর বা আনহ্যাপি বছর ৷

ঝঞ্ঝা বিধ্বস্ত মধ্য আফ্রিকা সবচেয়ে দুঃখী জায়গা ৷ বুধবার প্রকাশিত এই সমীক্ষায় জানা গিয়েছে তালিকার দু‘নম্বরে রয়েছে ইরাক ৷ আফ্রিকায় সার্ভে হয়েছে ৩৫ টি দেশে তারমধ্যে ২৪ টি দেশের মানুষ একেবারে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ৷ জাতি সংঘর্ষ থেকে শুরু করে ভেঙে পরা স্বাস্থ্য ব্যবস্থা সব মিলিয়ে মানুষের দৈনন্দিন জীবনযাপনই দুষ্কর হয়ে যাচ্ছে ৷

advertisement

তবে শুধু যে দেশে টাকা পয়সার অভাবের জন্য এটা হয় তা নয় এমনটাই জানাচ্ছে রিসার্চ ৷ আমেরিকার বিভিন্ন দেশেও মানুষজন নিজেদের জীবনযাত্রা নিয়ে খুশি নয় ৷

আরও পড়ুন - ভারত বনধে নাকি সামিল হয়েছিলেন ধোনিও ! ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

এদিকে হ্যাপিনেস ইনডেক্স লেভেলে ভালো আছে এমন দেশের তালিকার এক নম্বরে থাকা দেশ প্যারাগুয়ে ৷ সবচেয়ে পজিটিভ কান্ট্রি তালিকায় রয়েছে লাতিন আমেরিকার এই দেশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

গ্যালাপ সার্ভে ১৪৬ টি দেশের দেড় লক্ষ মানুষকে নিয়ে সার্ভে করেছে ৷ তাদের ব্যাথা-বেদনা-স্ট্রেস, রাগ, খারাপ লাগা সব কিছু নিয়ে উত্তর দিয়েছে ৷ ২০০৬ সাল থেকে এই সার্ভে হয় ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
মোটেই খুশি নেই পৃথিবী, কোন দেশে কোথায় দাঁড়িয়ে জানেন