ভারত বনধে নাকি সামিল হয়েছিলেন ধোনিও ! ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Last Updated:
#রাঁচি: সোমবারের ভারত বনধে নাকি যোগ দিয়েছেন মহেন্দ্র সিং ধোনিও ! ছবি-সমেত এই ট্যুইট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ আর সেটা হওয়াটাই স্বাভাবিক ৷ ভারত বনধে সামিল হয়েছেন ভারতীয় দলের মহাতারকা ৷ সেটা ছোটখাটো ঘটনা তো হতে পারে না ৷ ছবিতে দেখা যাচ্ছিল পেট্রল পাম্পের সামনে বসে রয়েছেন ধোনি। সঙ্গে রয়েছেন স্ত্রী সাক্ষী। এমনকি ধোনির একটি মন্তব্যও সোশ্যাল সাইটে পোস্ট করা হয়েছিল। যেখানে তিনি বলেছেন, ‘‘হেলিকপ্টার শট আর মারছি না। কারণ ৯০ টাকা প্রতি লিটার দামে পেট্রোল কেনা আমার পক্ষে সম্ভব নয় ৷ ’’
কিন্তু ছবিটা যে পুরনো ৷ সেটা জানাজানি হতে খুব বেশি সময় লাগেনি ৷ এই ছবিটা তোলা হয়েছে অগাস্টেই ৷ সিমলা যাওয়ার পথে হিমাচলপ্রদেশে হিন্দুস্থান পেট্রোলিয়াম পাম্পে একটি বিজ্ঞাপন সংস্থার শুটিংয়ে গিয়েছিলেন ধোনি। তাঁকে বসে থাকতেও দেখা গিয়েছিল স্ত্রী ও বন্ধুদের সঙ্গে। সেই ছবিই সোমবার হঠাৎ বন্ধের দিন পোস্ট করা হয়েছে। বিষয়টা প্রকাশ্যে আসতেই টুইটার থেকে পোস্টটা পরে ডিলিটও করে দেওয়া হয় ৷
advertisement
Location :
First Published :
September 11, 2018 8:37 PM IST