TRENDING:

"আমি HIV পজিটিভ, তোমাদের সংক্রামিত করেছি", প্রাক্তনদের বিরুদ্ধে প্রতিশোধ মহিলার

Last Updated:

সব প্রাক্তন শয্যাসঙ্গীর উদ্দেশ্যে ফেসবুক লাইভ করলেন ব্র্যান্ডি৷ জানালেন, তিনি এইচআইভি পজিটিভ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জর্জিয়া: বারবার প্রতারিত হচ্ছিলেন৷ তাই প্রতিশোধ নিতে অভিনব পথে হাঁটলেন জর্জিয়ার ব্র্যান্ডি ইয়াকেইমা লেসিটার৷ তার সব প্রাক্তন শয্যাসঙ্গীর উদ্দেশ্যে ফেসবুক লাইভ করলেন ব্র্যান্ডি৷ জানালেন, তিনি এইচআইভি পজিটিভ!
advertisement

ফেসবুক লাইভ ভিডিওতে ৩৬ বছরের ব্যান্ডি তার প্রাক্তন শয্যাসঙ্গীদের নাম নিয়ে বলেন তাদেরকে তিনি এইচআইভি সংক্রামিত করেছেন৷ ভিডিও পোস্ট করার পর তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হওয়ার পরই পিছু হঠেন ব্র্যান্ডি৷

আমেরিকাস পুলিশ ম্যাজিস্ট্রেট হারমান লামার জানিয়েছেন ভিডিওতে তিনি যা বলেছেন তা মিথ্যে৷ আদপেও তিনি এইচআইভি পজিটিভ নন৷ ২০১৮ সালের যে রক্তপরীক্ষার রিপোর্ট তিনি থানায় জমা দিয়েছেন তাতেই রয়েছে প্রমাণ৷ এমনকী, আরও একবার রক্তপরীক্ষার জন্যও রাজি হয়েছেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

ভিডিওতে শুধু তার প্রাক্তন শয্যাসঙ্গীদেরই নয়, তাদের স্ত্রী, সন্তানদেরও তার প্রতারণার শিকার বলেছেন ব্র্যান্ডি৷ পরে অবশ্য পুলিশকে তিনি জানিয়েছেন, সেই সময় তিনি রাগের মাথায় এসব বলেছেন৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
"আমি HIV পজিটিভ, তোমাদের সংক্রামিত করেছি", প্রাক্তনদের বিরুদ্ধে প্রতিশোধ মহিলার