TRENDING:

Rattlesnake in Home: শীতঘুমের কিলবিল প্রস্তুতি, বাড়িতে প্রায় ১০০ বিষধর র‍্যাটেলস্নেক খুঁজে পেলেন মহিলা! দেখুন

Last Updated:

মহিলা সরীসৃপ উদ্ধারের জন্য যোগাযোগ করেছিলেন সোনোমা কান্ট্রি রেপটাইল রেসকিউয়ের ডিরেক্টর উলফের সঙ্গে। তিনিই এসে সাপগুলিতে উদ্ধার করেছেন (Rattlesnake in Home)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ক্যালিফর্নিয়া: এর আগে মাঝে মাঝেই একটা-দুটো সাপ বাড়ির নীচে দেখতে পেয়েছেন মহিলা। তবে সম্প্রতি যা ঘটল, সেই দৃশ্য দেখে চোখ কপালে উঠবে যে কারও। নর্দার্ন ক্যালিফর্নিয়ার এক বাড়ি থেকে প্রায় ১০০ টি র‍্যাটেলস্নেক উদ্ধার করলেন বাড়ির মালকিন (Rattlesnake in Home)। প্রতিটি সাপই একসঙ্গে দলা পাকিয়ে কিলবিল করছিল। সেই ছবি তিনি তুলে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তারই সঙ্গে জানিয়েছেন, সাপগুলি শীতঘুমের প্রস্তুতি নিচ্ছিল (Rattlesnake in Home)। মহিলা সরীসৃপ উদ্ধারের জন্য যোগাযোগ করেছিলেন সোনোমা কান্ট্রি রেপটাইল রেসকিউয়ের ডিরেক্টর উলফের সঙ্গে। তিনিই এসে সাপগুলিতে উদ্ধার করেছেন (Rattlesnake in Home)।
শীতঘুমের কিলবিল প্রস্তুতি, বাড়িতে প্রায় ১০০ বিষধর র‍্যাটেলস্নেক খুঁজে পেলেন মহিলা! দেখুন
শীতঘুমের কিলবিল প্রস্তুতি, বাড়িতে প্রায় ১০০ বিষধর র‍্যাটেলস্নেক খুঁজে পেলেন মহিলা! দেখুন
advertisement

সোনোমা কান্ট্রি রেপটাইল রেসকিউয়ের ডিরেক্টর উলফ জানিয়েছেন, পাহাড়ি এলাকায় সান্টা রোজাতে অবস্থিত এই বাড়ির নীচে কিছুটা হামাগুড়ি দিতেই একটি র‍্যাটেলস্নেক দেখতে পান তিনি। এর পর আরেকটি, ফের আরেকটি... এভাবে প্রায় দুই বাস্কেট ভরতি হয়ে যায় র‍্যাটেলস্নেকে। প্রায় চার ঘণ্টা ধরে একের পর এক র‍্যাটেলস্নেক উদ্ধার করেন উলফ। বার বার মাটিতে হামাগুড়ি দিতে গিয়ে গ্লাভস, হাঁটু ও পেটেও কভার পরেছিলেন উলফ। প্রায় ২০০ টি ছোট পাথরের মধ্যে দিয়ে বার বার হামাগুড়ি দিয়ে সাপগুলিকে উদ্ধার করতে হয়েছে তাঁকে।

advertisement

আরও পড়ুন: একেই বলে এন্ট্রি! বিয়ের আসরে রিক্সায় বসে এলেন বর-বউ, তুমুল ভাইরাল ভিডিও

উলফের কথায়, 'আমি ভাবছিলাম, কী থাকবে। কিন্তু গিয়ে দেখলাম ভিতরে খুব নোংরা। মাকড়সার জাল, কাদা। সেগুলির মধ্যেই সাপগুলিকে উদ্ধার করতে শুরু করি। কারণ এটাই আমার কাজ।' এই কঠোর পরিশ্রমের ফলে প্রায় ১০০ টি সাপকে উদ্ধার করতে পেরে দারুণ খুশি উলফ। ২৪ ইঞ্চি লাঠি দিয়ে প্রায় ২২ টি পূর্ণবয়স্ক ও ৫৯ টি সাপের বাচ্চা উদ্ধার করেন উলফ। পরে ফের আরও ১১ টি সাপ পান তিনি। ভিতরে একটি মরা বিড়াল ও ছুঁচোও পেয়েছেন উলফ। এগুিল সবই নর্দার্ন প্যাসিফিক র‍্যাটেলস্নেকের প্রজাতি। নর্দার্ন ক্যালিফর্নিয়াতে পাওয়া যায় এই একমাত্র বিষধর সাপ এটি।

advertisement

উদ্ধার হওয়া সাপ।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

উলফ জানিয়েছেন, ৩২ বছর ধরে এই পেশার সঙ্গেই জড়িত তিনি। প্রায় ১৩ বার সাপের কামড় খেয়েছেন। প্রায় ১৭ টি দেশে ঘুরে এই কাজ করেছেন তিনি। কিন্তু একটি বাড়ির নীচ থেকে এভাবে এতগুলি সাপ কখনও উদ্ধার করেননি তিনি। অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত র‍্যাটেলস্নেক সাধারণত শীতঘুমে থাকে। এবং বার বার একই জায়গায় ফিরে এসে এই কাজ করে। সুতরাং, মহিলার এই বাড়ির নীচে দীর্ঘদিন ধরেই যে র‍্যাটেলস্নেকের বাসা, তা বোঝাই যাচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Rattlesnake in Home: শীতঘুমের কিলবিল প্রস্তুতি, বাড়িতে প্রায় ১০০ বিষধর র‍্যাটেলস্নেক খুঁজে পেলেন মহিলা! দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল