TRENDING:

Iran President Ebrahim Raisi Death: হামাসকে সমর্থন থেকে শুরু করে ইজরায়েলে ড্রোন হামলা! রাইসির মৃত্যুতে কী প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যে, কে হচ্ছেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট?

Last Updated:

রাইসি যে ইরানের বর্ষীয়ান সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেই ঘনিষ্ঠ এবং পছন্দের পাত্র ছিলেন, তা দেশের অভ্যন্তরে তো বটেই দেশের বাইরেও সুবিদিত৷ জল্পনা ছিল, ৮৫ বছরের খামেনেইর জায়গায় অদূর ভবিষ্যতে ইরানের সর্বোচ্চ লিডার হতে চলেছেন রাইসিই৷ কিন্তু, তাঁর মৃত্যুতে ওলটপালট হয়ে গেল সমস্ত অঙ্ক৷ এমন পরিস্থিতিতে বংশ পরম্পরার প্রথা মেনে ইরানের সর্বোচ্চ নেতার জায়গা পেতে পারেন খামেনেইয়ের পুত্র মোজতবা খামেইনি৷ যে সিদ্ধান্তের বিরোধিতা করছেন বহু ইরানীয় ধর্মীয় নেতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেহরান: ঘন কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছিল ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির হেলিকপ্টার। পার্বত্য অঞ্চল পেরনোর সময় আচমকাই দুর্ঘটনা৷ পাহাড়ে আছাড় খেয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আস্ত হেলিকপ্টার৷ তারপরই দাউ দাউ করে আগুন। প্রথমটা রাইসির বেঁচে থাকার আশা বজায় থাকলেও সোমবার সকালে ইরানের তরফে সরকারি ভাবেই ঘোষণা করা হয়, দুর্ঘটনাস্থলে কারও বেঁচে থাকার কোনও সম্ভাবনা পাওয়া যায়নি৷ অর্থাৎ, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সে দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির৷
advertisement

পাশাপাশি, কপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমিরআবদুল্লাহিয়ান-সহ আরও তিনজন৷ কুয়াশা, জঙ্গলে ঘেরা দুর্ঘটনাস্থল থেকে নিহতদের দেহ উদ্ধারের ভিডিয়োও সামনে এসেছে৷

advertisement

রাইসির মৃত্যুর সঙ্গে সঙ্গেই একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্ব রাজনীতিতে৷ একদিকে, যেমন ইরানের আভ্যন্তরীণ রাজনীতির পরবর্তী অবস্থা নিয়ে জল্পনা শুরু হয়েছে, তেমনই অন্যদিকে, আলোচনায় উঠে আসছে মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক অবস্থার প্রসঙ্গও৷

আরও পড়ুন: ‘কেউ বেঁচে নেই..,’ কপ্টার দুর্ঘটনায় মারাই গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি! সামনে এল দুর্ঘটনার ঠিক আগের ভিডিও

advertisement

প্রথমে আসা যাক ইরানের আভ্যন্তরীণ রাজনীতির প্রসঙ্গে৷ ইরানের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের আকস্মিক মৃত্যুর পরে এখন অন্তবর্তিকালীন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করতে চলেছেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মহম্মদ মোখবের৷ তবে, ৫০ দিনের মধ্যেই ইরানের পরবর্তী স্থায়ী প্রেসিডেন্ট নির্বাচন করবেন সুপ্রিম লিডার তথা ইরান রাজনীতির সর্বেসর্বা আয়াতুল্লাহ খামেনেই৷ ইরানের পরবর্তী প্রেসিডেন্ট রাইসির মতো কট্টর হবেন, না হাসান রুহানির মতো উদারপন্থী, তা-ও নির্ভর করবে খামেনেইয়ের উপরেই৷

advertisement

রাইসি যে ইরানের বর্ষীয়ান সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেই ঘনিষ্ঠ এবং পছন্দের পাত্র ছিলেন, তা দেশের অভ্যন্তরে তো বটেই দেশের বাইরেও সুবিদিত৷ জল্পনা ছিল, ৮৫ বছরের খামেনেইর জায়গায় অদূর ভবিষ্যতে ইরানের সর্বোচ্চ লিডার হতে চলেছেন রাইসিই৷ কিন্তু, তাঁর মৃত্যুতে ওলটপালট হয়ে গেল সমস্ত অঙ্ক৷ এমন পরিস্থিতিতে বংশ পরম্পরার প্রথা মেনে ইরানের সর্বোচ্চ নেতার জায়গা পেতে পারেন খামেনেইয়ের পুত্র মোজতবা খামেইনি৷ যে সিদ্ধান্তের বিরোধিতা করছেন বহু ইরানীয় ধর্মীয় নেতা৷

advertisement

অন্যদিকে, ইরানের রাষ্ট্রপতির অকালমৃত্যুতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়ার সম্ভাবনা দেখছে মধ্যপ্রাচ্যও৷ ইজরায়েলের সঙ্গে গাজার হামাসের সংঘর্ষে ইরানের ভূমিকা ছিল সর্বজন বিদিত৷ যুদ্ধাস্ত্র, আগ্নেয়াস্ত্র, অর্থ দিয়ে তো বটেই, হামাস নেতাদের নিরাপত্তা দিয়েছে রাইসির ইরান প্রশাসন৷

এদিন রাইসির মৃত্যুতে শোকপ্রকাশ করে হামাসও৷ সেই শোকবার্তায় রাইসিকে ‘সম্মানীয় সমর্থক’ হিসাবে উল্লেখ করে প্যালেস্তিনীয় বিরোধী গোষ্ঠী হামাসের তরফে জানানো হয়, গত বছরের ৭ অক্টোবর ইজরায়েল-হামাস সংঘর্ষ বাঁধা ইস্তক হামাসকে, প্যালেস্তিনীয় রেজিস্ট্যান্সকে সমর্থন করেছেন ইব্রাহিম রাইসি৷

আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে আরও বড় প্রতিশ্রুতি মমতার! বললেন, ‘ইন্ডিয়া জোটকে লিড করবে বাংলাই’

শুধুমাত্র হামাসকে সমর্থন করাই নয়, গত মাসে সরাসরি সংঘর্ষ বাঁধে ইজরায়েল এবং ইরানের মধ্যেও৷ যা নিয়েও তপ্ত হয় মধ্যপ্রাচ্যের রাজনীতি৷ ইরানের বন্ধু রাষ্ট্র সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরান কনস্যুলেটের উপরে হামলার ঘটনার পরে ইজরায়েলে একের পর এক ড্রোন হামলা চালায় ইরান৷ এখন যদিও সরাসরি আক্রমণের ঘটনা বন্ধ৷ কিন্তু, ইরানের সাহায্যপ্রাপ্ত গাজার বিরোধী গোষ্ঠী হামাস এবং হিজবোল্লা ইজরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে৷

শুধুমাত্র, ইজরায়েল গাজা যুদ্ধেই নয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও আমেরিকা সমর্থিত ইউক্রেনের বিপরীতে রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সমর্থক ছিল ইরান৷ আমেরিকা-ব্রিটেনের মতো পশ্চিমি দেশগুলি তো বটেই, চরম শত্রু ইজরায়েলেরও দাবি, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করেছে৷ পরমাণু চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে ইরানের টানাপড়েন দীর্ঘদিনের, সুবিদিত৷

সেরা ভিডিও

আরও দেখুন
উৎসবের মরশুমে শুরু হয়ে গেল বই পার্বণ! কোথায় হচ্ছে, কতদিন চলবে জানুন
আরও দেখুন

সব মিলিয়ে, বিশ্ব রাজনীতির বিশেষজ্ঞেরা মনে করছেন, কপ্টার দুর্ঘটনায় রাইসির এই আকস্মিক মৃত্যু ও ইরান রাজনীতির এই টালমাটাল অবস্থায় পশ্চিম এশিয়ায় সীমান্ত সংঘর্ষ আরও জটিল আকার ধারণ করতে পারে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran President Ebrahim Raisi Death: হামাসকে সমর্থন থেকে শুরু করে ইজরায়েলে ড্রোন হামলা! রাইসির মৃত্যুতে কী প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যে, কে হচ্ছেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল