দাভোসে ভ্যাকসিন ইক্কিটি কার্যক্রমে কথা বলার সময় তিনি স্থানিক অসুস্থতার মানে এই নয় যে এটা ভাল, এর মানে এটা এখন চিরজীবনের জন্য আমাদের সঙ্গে থাকবে৷ মাইকেল রিয়ান বলেছেন করোনা ভাইরাসের (Coronavirus) নতুন প্রজাতি ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্ট অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছে৷ অন্য ভ্যারিয়েন্ট তুলনায় কম ঘাতক৷
আরও পড়ুন - IPL Mega Auction 2022: মেগা নিলামের আগেই কেএল রাহুল, রবি বিষ্ণোই, স্টোয়েনিসদের তুলে নিল লখনউ
advertisement
সারা পৃথিবীতেই এই নিয়ে জোর তর্ক চলছে যে করোনা মহামারি (Covid-19) এবার স্থানিক অসুখ হয়ে যেতে চলেছে৷ কিন্তু এই ভাইরাসের অসুস্থতার ভয় কম হবে৷ মাইকেল রিয়ান বলেছেন এই রোগে আক্রান্তের সংখ্যা কমাতে অধিক থেকে অধিকতর ভ্যাকসিন লাগবে৷ যাতে আক্রান্তের মৃত্যু না হয়৷ তিনি বলেছেন, এই এমারজেন্সি মহামারি শেষ হওয়া অবধি থাকবে৷
আরও পড়ুন - Narayan Debnath Death: Shibpur শ্মশানে শেষকৃত্য, নারায়ণ দেবনাথকে শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমারজেন্সি ডাইরেক্টর , মাইকেল রিয়ান বলেছেন ২০২২ -এ করোনা ভাইরাস সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি এবং তার সঙ্গে যুক্ত মৃত্যুর ঘটনা অনেকটা কম৷ কারণ করোনা ভ্যাকসিন (Corona Vaccine) মহামারির সঙ্গে যুঝতে সাহায্য করবে৷ কিন্তু তিনি এও সতর্ক করে দিয়েছেন ভাইরাস এই বছরে শেষ হবে না৷ মহামারি -র সঙ্গে যুক্ত ভাইরাস আমাদের ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত৷ সেখানেই মাইকেল রিয়ান বলেছেন মহামারির সঙ্গে যুক্ত গম্ভীর মামলাতে ভ্যাকসিনের ৩ থেকে ৪ ডোজ দেওয়ার সম্ভবনা দেখা যেতে পারে৷