TRENDING:

WHO জারি করল Alert, কোনও দিনই শেষ হবে না করোনা ভাইরাস, থেকে যাবে এডস, ম্যালেরিয়ার মতো

Last Updated:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মঙ্গলবার বিশেষ সতর্কতা জারি করেছে৷ তাঁরা পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোভিড ১৯ অতিমারি (Covid-19 Pandemic) শেষ হয়ে যাবে না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দাভোস: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মঙ্গলবার বিশেষ সতর্কতা জারি করেছে৷ তাঁরা পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোভিড ১৯ অতিমারি (Covid-19 Pandemic) শেষ হয়ে যাবে না৷ তবে এটা একটা স্থানিক অসুস্থ হওয়ায় এর ভয়াবহতা আস্তে আস্তে কমে যাবে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা -র এমার্জেন্সি ডায়রেক্টরেট মাইকেল রিয়ান ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম  (World Economic Forum)  একটি ভার্চুয়াল সেশনে জানিয়েছেন অতিমারি বনাম মহামারি নিয়ে আলোচনা করছিলেন৷ এডস (AIDS), ম্যালেরিয়ার (Malaria) মতো অসুস্থতাও হাজার হাজার মানুষের প্রাণ নেয়৷ আসলে মহামারি-র মানে কোনও অসুখ যা স্থায়ী ভাবে জনগণের মধ্যে থেকে যাবে৷ করোনা মহামারির (Coronavirus) যে ভাবে থাকছে তাতে এই ভাইরাস কোনওভাবেই পুরোপুরি শেষ হয়ে যাবে না৷
করোনা সংক্রমণের তালিকায় এগিয়ে পুরুষ, নারীরা কোথায়?
করোনা সংক্রমণের তালিকায় এগিয়ে পুরুষ, নারীরা কোথায়?
advertisement

দাভোসে ভ্যাকসিন ইক্কিটি কার্যক্রমে কথা বলার সময় তিনি স্থানিক অসুস্থতার মানে এই নয় যে এটা ভাল, এর মানে এটা এখন চিরজীবনের জন্য আমাদের সঙ্গে থাকবে৷ মাইকেল রিয়ান বলেছেন করোনা ভাইরাসের (Coronavirus) নতুন প্রজাতি ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্ট অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছে৷ অন্য ভ্যারিয়েন্ট তুলনায় কম ঘাতক৷

আরও পড়ুন - IPL Mega Auction 2022: মেগা নিলামের আগেই কেএল রাহুল, রবি বিষ্ণোই, স্টোয়েনিসদের তুলে নিল লখনউ

advertisement

সারা পৃথিবীতেই এই নিয়ে জোর তর্ক চলছে যে করোনা মহামারি (Covid-19) এবার স্থানিক অসুখ হয়ে যেতে চলেছে৷ কিন্তু এই ভাইরাসের অসুস্থতার ভয় কম হবে৷ মাইকেল রিয়ান বলেছেন এই রোগে আক্রান্তের সংখ্যা কমাতে অধিক থেকে অধিকতর ভ্যাকসিন লাগবে৷ যাতে আক্রান্তের মৃত্যু না হয়৷ তিনি বলেছেন, এই এমারজেন্সি মহামারি শেষ হওয়া অবধি থাকবে৷

advertisement

আরও পড়ুন - Narayan Debnath Death: Shibpur শ্মশানে শেষকৃত্য, নারায়ণ দেবনাথকে শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমারজেন্সি ডাইরেক্টর , মাইকেল রিয়ান বলেছেন ২০২২ -এ করোনা ভাইরাস সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি এবং তার সঙ্গে যুক্ত মৃত্যুর ঘটনা অনেকটা কম৷ কারণ করোনা ভ্যাকসিন (Corona Vaccine) মহামারির সঙ্গে যুঝতে সাহায্য করবে৷ কিন্তু তিনি এও সতর্ক করে দিয়েছেন ভাইরাস এই বছরে শেষ হবে না৷ মহামারি -র সঙ্গে যুক্ত ভাইরাস আমাদের ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত৷ সেখানেই মাইকেল রিয়ান বলেছেন মহামারির সঙ্গে যুক্ত গম্ভীর মামলাতে ভ্যাকসিনের ৩ থেকে ৪ ডোজ দেওয়ার সম্ভবনা দেখা যেতে পারে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
WHO জারি করল Alert, কোনও দিনই শেষ হবে না করোনা ভাইরাস, থেকে যাবে এডস, ম্যালেরিয়ার মতো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল