সিবিএস নিউজ দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের ওই উর্ধ্বতন কর্মকর্তার বলেন, ‘‘আমরা প্রথমে পারমাণবিক পরীক্ষা শুরু করব না৷ পাকিস্তান প্রথমে পারমাণবিক পরীক্ষা চালায়নি এবং প্রথমে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করবে না’’৷
আরও পড়ুন: আজ পাশাপাশি পথে মমতা-অভিষেক! SIR শুরুর দিনেই কলকাতায় মিছিল তৃণমূলের
প্রসঙ্গত ৬০ মিনিটের ওই সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্র ফের পারমাণবিক পরীক্ষা শুরু করতে পারে, এমনই ইঙ্গিত দেন ট্রাম্প৷ সাক্ষাৎকারে ট্রাম্পের দাবি, ‘‘আমাদের অন্য যেকোনও দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। এবং আমি মনে করি আমাদের পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্পর্কে কিছু করা উচিত। আমি প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট শি-র সঙ্গে এ বিষয়ে নিয়ে আলোচনা করেছি। আমাদের কাছে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার জন্য পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র রয়েছে। রাশিয়ার অনেক পারমাণবিক অস্ত্র রয়েছে, এবং চীনের অনেক থাকবে৷’’ এই তালিকায় পাকিস্তানের কথাও উল্লেখ্য করেছেন ট্রাম্প৷ পাকিস্তানও নাকি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে৷
advertisement
তিনি আরও বলেন, ‘‘আপনি জানেন, আপনাকে করতে হবে—এবং আমি পরীক্ষা বলছি কারণ রাশিয়া ঘোষণা করেছে যে তারা একটি পরীক্ষা করতে যাচ্ছে। উত্তর কোরিয়া ক্রমাগত পরীক্ষা করছে। অন্যান্য দেশ পরীক্ষা করছে। আমরা একমাত্র দেশ যে পরীক্ষা করে না, এবং আমি একমাত্র দেশ হতে চাই না যে পরীক্ষা করে না,”৷ প্রেসিডেন্ট আরও বলেছেন যে যুক্তরাষ্ট্র একটি “উন্মুক্ত সমাজ” যা এই ধরনের বিষয়গুলি স্বচ্ছভাবে আলোচনা করে।
তিনি আরও বলেন, ‘‘আমরা আলাদা। আমরা এগুলি নিয়ে খোলাখুলি কথা বলি৷ আমাদের এটি সম্পর্কে কথা বলতে হবে, নতুবা আপনারা রিপোর্ট করবেন, এ নিয়ে লিখবেন৷ ওদের এগুলো নিয়ে কেউ লিখবে না৷’’
