এরই মধ্যে বৃহস্পতিবার সন্ধেয় কাবুল বিমানবন্দরের বাইরে আইসিস জঙ্গিগোষ্ঠীর আত্মঘাতী বিস্ফোরণ ঘটেছে। তার পর গুলির বৃষ্টি। নিহত হয়েছেন শতাধিক মানুষ। কাবুল বিমানবন্দরের পরিস্থিতি ঠিক কতটা ভয়ংকর তা চোখে না দেখলে কেউ আন্দাজও করতে পারবেন না। এই ভয়ানক পরিস্থিতিকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা চক্র শুরু করেছেন। যেহেতু বিমানবন্দরের বাইরে প্রতিদিন ভিড় বাড়ছে, সেখানে খাবার ও জলের চাহিদা বাড়ছে। সংবাদসংস্থা রয়টার্সের একটি ভিডিও সম্প্রতি এমনই চাঞ্চল্যকর দাবি করেছে।
advertisement
ভিডিওটিতে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে অপেক্ষারত বহু সাধারণ আফগানের বক্তব্য তুলে ধরা হয়েছে। আর সেখানেই শোনা গিয়েছে, বিমানবন্দরের বাইরে এক বোতল জল বিক্রি হচ্ছে ৪০ মার্কিন ডলারে। যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৩০০০ টাকা। চাল বিক্রি হচ্ছে ১০০ ডলারে। সাধারণ মানুষ জল ও খাবারও কেনার সুযোগ পাচ্ছেন না। চরম দুর্দশার শিকার হচ্ছেন তাঁরা।
আরও পড়ুন: রক্তাক্ত কাবুল বিমানবন্দরে শুধুই হাহাকার-আতঙ্ক, হামলার দায় নিল ISIS!
অন্যদিকে, কাবুল বিমানবন্দর থেকে এয়ারলিফটের কাজ চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশের বিমান। তার মধ্যে ব্রিটেন ও স্পেন খুব শীঘ্রই এই কাজ বন্ধ করে দেবে বলে জানিয়েছে। যদিও আফগানিস্তানে এখনও মার্কিন যুক্তরাষ্ট্র এয়ারলিফটের কাজ চালাচ্ছে। সেই দেশে বহু আমেরিকান রয়েছে বলে জানানো হয়েছে। ভারতও নাগরিকদের ফেরানোর কাজ চালাচ্ছে। সেই সঙ্গে কাবুল বিমানবন্দরের বাইরে বহু আফগান নাগরিক ভিড় জমিয়ে দাঁড়িয়ে রয়েছে দেশ ছাড়ার আশায়। কী হবে, কেউ কিছুই জানেন না।