ISIS on Kabul Airport Blast: রক্তাক্ত কাবুল বিমানবন্দরে শুধুই হাহাকার-আতঙ্ক, হামলার দায় নিল ISIS!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবার সন্ধেয় ভিড় উপচে পড়া বিমানবন্দরের গেটগুলিকে আটকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় আইসিস (ISIS on Kabul Airport Blast)।
#কাবুল: তালিবানের দখল নেওয়া আফগানিস্তান থেকে যখন দেশ ছাড়ার লক্ষে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে ভিড় করেছেন হাজার হাজার মানুষ, ঠিক তখনই জোড়া বিস্ফোরণ। হামলার পিছনে ইসলামিক স্টেট বা আইসিস জঙ্গিগোষ্ঠীর 'কমপ্লেক্স অ্যাটাক' বলেই প্রথম থেকে মনে করা হচ্ছিল। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল। বৃহস্পতিবার সন্ধেয় ভিড় উপচে পড়া বিমানবন্দরের গেটগুলিকে আটকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় আইসিস (ISIS on Kabul Airport Blast)। জোড়া বিস্ফোরণের পরেও তৃতীয় বিস্ফোরণ হয়েছে বলে এক আন্তর্জাতিক সংবাদসংস্থার দাবি। সূত্রের খবর, এমন আরও বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। হামলার দায় নিয়েছে আইসিস জঙ্গিগোষ্ঠী।
The terror group ISIS-K claimed responsibility for the deadly double attack at Kabul airport on the group's Telegram account: SITE monitoring
— ANI (@ANI) August 26, 2021
advertisement
কাবুলের স্বাস্থ্য আধিকারিকেরা অন্তত ৬০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। আহত শতাধিক। অন্তত ১১ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে বলে খবর। তালিকায় অসংখ্য আফগান নাগরিক। বিমানবন্দরের বাইরে তৈরি করা নালায় একাধিক মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সারাটা এলাকা জুড়ে শুধু আতঙ্ক, চিৎকার, হাহাকার। রক্তে ভেসে যাচ্ছে গোটা এলাকা। হাত, পা টেনে শুকনো জায়গায় নিয়ে আসার চেষ্টা করছেন পরিবার-পরিজনেরা। দাঁড়িয়ে রয়েছেন মৃতদেহের উপরেই। বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের পর এমনই সব ভয়াবহ ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।
advertisement
Kabul airport explosion. people are massacred pic.twitter.com/Mz3IZiGxSP
— Ahmad Mukhtar (@AhMukhtar) August 26, 2021
GRAPHIC video of Kabul airport explosion. World needs to watch this pic.twitter.com/W1QbM0CZ39
— Ahmad Mukhtar (@AhMukhtar) August 26, 2021
advertisement
বিস্ফোরণের পরই বিমানবন্দরের বাইরে এলোপাথাড়ি গুলি চালানো হয়। সামরিক বিশেষজ্ঞদের একাংশ প্রথম থেকেই দাবি করেছিল, সাধারণত এই কৌশলে হামলা চালিয়ে থাকে আইসিস অর্থাৎ ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী। কিছুদিন আগেই পেন্টাগন দাবি করে, নাগরিকদের দেশে ফেরানোর সময় কাবুল বিমাবন্দরে হামলা চালাতে পারে আইসিস। এমনকী আইসিসও এমন হুমকি দিয়েছিল বলে খবর। এর পরই বৃহস্পতিবার 'কমপ্লেক্স অ্যাটাক'-এর ধাঁচে হামলা হয় কাবুল বিমানবন্দরের বাইরে।
advertisement
#WATCH | "No evidence of collusion between Taliban and Islamic State in attacks at Kabul airport so far," says US President Joe Biden pic.twitter.com/cA5aXPIajQ
— ANI (@ANI) August 26, 2021
ঘটনার পরই জরুরি বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কাবুলে হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, 'এখনও পর্যন্ত তালিবান ও আইসিস জঙ্গিগোষ্ঠীর মধ্যে কোনও যোগসাজশের প্রমাণ পাওয়া যায়নি। তবে আমরা এই ঘটনা ক্ষমা করব না। আমরা এই ঘটনা ভুলবও না। আমরা তোমাদের খুঁজে বের করব এবং এর ফল ভোগাব। আমরা মার্কিন নাগরিকদের আফগানিস্তান থেকে উদ্ধার করব। আমাদের মিশন চলবে।'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 27, 2021 5:29 AM IST