ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক জলের নীচে থাকার নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। প্রফেসর জোসেফ দিতুরি ফ্লোরিডার প্রায় ৩০0 ফুট নীচে ৭৪ দিন ধরে আছেন। তিনি ১০০ বর্গফুটের একটি ক্যাপসুলে ছিলেন। জোসেফ দিতুরি ১০০ দিন জলের নীচে থাকার পরিকল্পনা করেছেন। এর আগে ২০১৪ সালে আরও দুই অধ্যাপক জলের তলায় ৭৩ দিন থেকে ছিলেন। এতদিন পর্যন্ত এটাই ছিল বিশ্ব রেকর্ড। এবার সেই রেকর্ডই ভেঙে দিলেন অধ্যাপক দিতুরি। তবে সকলেই অবাক হয়েছেন দিতুরির কাণ্ড দেখে।
advertisement
আরও পড়ুন: সারা রাত চুলে তেল মেখে ঘুমোচ্ছেন? সর্বনাশ করছেন না তো! এই পদ্ধতিতে তেল না মাখলেই বিপদ!
এই সব তথ্য পাওয়া গিয়েছে দিতুরির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ত থেকে। সেখানে তিনি পোস্ট করেছেন জলের তলের নানা দৃশ্য। এভাবে আরও বেশ কিছুদিন জলের নীচেই থাকবেন তিনি। যদিও জলের ওপর থেকে দেখা হচ্ছে দিতুরি কতটা সুস্থ আছেন। অক্সিজেনও কমে আসছে। সেই সঙ্গে নেই খাবার। জলের তলে মাইক্রোওয়েভ ডিম ও সামান্য প্রোটিন খেয়েছেন। প্রায় না খেয়েই থাকতে হচ্ছে। দিতুরি লেখেন, “আমি আনন্দিত যে আমি এতদিন এভাবে জলের তলায় থাকতে পেরেছি। জলের তলার জীবন ঠিক কেমন হয়, সেটা জানার কৌতূহলই আমাকে এখানে নিয়ে এসেছিল। গবেষণার প্রয়োজনে জলের নীচে আরও ২৩ দিন থাকব।” আপাতত এই ভিডিও ভাইরাল।