এর পরেই মাকড়সাটিকে কান থেকে বার করতে একটি উপায় বার করে চিকিৎসকরা। জানা গিয়েছে, মহিলার কানে তুলো ঢুকিয়ে দেওয়া হয়। শেষে মাকড়সাটি বেরিয়ে আসতে থাকে। সেই ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করা হয়। তারপরে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকেই ঘাবড়ে যান ভিডিওটি দেখে।
জানা গিয়েছে, ওই মহিলার কোনও ক্ষতি হয়নি ঠিকই, কিন্তু তাঁর কানে খুব ব্যথা ছিল। শেষে বাধ্য হয়ে তিনি চিকিৎসকদের দ্বারস্থ হন। ওই মহিলা আরও দেরি করলে, বড়সড় ক্ষতি হতে পারত। অনুমান করা হচ্ছে, রাতের ঘুমের মধ্যে মাকড়সাটি ওই মহিলার কানে ঢুকে যায়। ছোট মাকড়সা হওয়ায় ওই মহিলাও টের পাননি।
আরও পড়ুন, খুন করা হয়েছে লালনকে, সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ স্ত্রীর
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পরে অনেকেই ভয়ে পেয়েছেন। তবে এই মাকড়সা বিষাক্ত নয়। জানা গিয়েছে, ওই মহিলার কানে থাকা মাকড়সাটি আদতে জাম্পিং স্পাইডার।
আরও পড়ুন, 'মর্নিং ওয়াকে গিয়ে বিবৃতি দিই না', দিলীপকেই খোঁচা শুভেন্দুর? অস্বস্তিতে বিজেপি
গোটা বিশ্বে এই মাকড়সার বিভিন্ন প্রজাতি ছড়িয়ে রয়েছে। এই মাকড়সার বিশেষত্ব হচ্ছে চোখ। তবে ওই মাকড়সাটি আরও বেশি সময় থাকলে মহিলার কানে ক্ষতি হতে পারত বলে মনে করছেন অনেকেই।